আমি যখন টিটিতে লগইন করি তখনই ব্রাউজার হ্যাং হয়ে যায় কখনো পিসি ও হ্যাং হয় । এক পেজ থেকে আরেক পেজে গেলেও এ সমস্যা হয় ।তবে একটু পর আবার ঠিক হয়ে যায় । মাঝে মাঝে অটোমেটিক কী যেন ডাউনলোড ও হয়। আমি এ সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি আপনারা দয়া করে জানাবেন
আমি বিসাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ Open IDM->Option->File types-> Automatically start downloading the following files types: লেখা নিচের বাক্সে GZIP লেখা টুকু মুছে OK করুন। টিটি ব্রাউজ করুন করুন ঝামেলা ছাড়াই।
মজিলা ব্যবহার করেন।
IDM থাকলে অটো ডাউনলোড হয়।
অপশন থেকে অফ করা যায়।