সবাই কে অনেক শুভেচ্ছ জানিয়ে শুরু করছি আমার আজকে টিউনস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের আর্শীবাদে ভালোই আছি। আজ কে আমি আমার এই টিউনস এ যে বিষয় টি নিয়ে আলোচনা করবো তা হলঃ Teletalk এবং DBBL এর মাধ্যমে যে কোন প্রকার চাকুরির এবং পরীক্ষার ফি প্রদানের ক্ষেত্রে যে অসুবিধা হয়, সেই সম্পর্কে।
আমাদের বাংলা দেশ একটি উন্নয়নশীল দেশ। প্রযুক্তি গত দিক থেকেও আমাদের দেশ এখন আর তেমন একটা পিছিয়ে নেই। বর্তমানে আমরা গৈাড়বের সাথে বলতে পারি যে আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশ।
কম বেশি আমরা সকলেই জানি যে বর্তমান সময়ে সকল প্রকার চাকুরির আবেদন অন লাইনে করা হয়ে থাকে। আর এই সকল আবেদনের জন্য যে ফি দিতে হয় তার মাধ্যম হচ্ছে Teletalk এবং DBBL। আবার দেশের বেশীর ভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের প্রতিষ্ঠানের নামে ওয়েব সাইট খুলেছে, এবং বেশীর ভাগ র্ভতির আবেদন অন লাইনে করা হয়ে থাকে। এই সকল আবেদনের জন্য যে ফি দিতে হয় তারও মাধ্যম হচ্ছে Teletalk এবং DBBL। বিষয় টা খুবি ভালো যে, প্রার্থি নিজেই তার ফি প্রদান করতে পারবে।
এখন কথা হল যে সবার কাছ তো আর Teletalk SIM বা DBBL এর Acount থাকে না সে ক্ষেত্রে তাকে অন্যের কাছে যেতে হয়। তো অন্যের Teletalk SIM বা DBBL এর Acount থাকে ফি প্রদান করা হলে প্রার্থি কী ভাবে বুঝবে যে তার ফি প্রদান করা হয়েছে কী না । এই ক্ষেত্রে Teletalk এর অধিনে যে সকল ফি প্রদান করা হয়, সে ক্ষেত্রে প্রার্থি SMS পায়। কিন্তু সেখানে উল্লেখ থাকেনা যে কত টাকা ফি হিসাবে কেটে নেওয়া হল। যদিও ফি এর বিষয় টি র্সারকুলারে উল্লেখ কার থাকে। তার পরও কত টাকা ফি হিসাবে কেটে নেওয়া হল এটি উল্লেখ করে প্রার্থি মোবাইলে SMS এ পাঠালে বিষয়টি আরো ভালো হত। আর DBBL এর মাধ্যমে ফি প্রদান করা হলে প্রার্থি মোবাইলে কোন SMS যায় না। সেই ক্ষেত্রে প্রার্থি কী ভাবে বুঝবে যে তার ফি প্রদান করা হয়েছে কী না, আদোও ফি জমা করা হল কী না। এই বিষয় টা নিয়ে প্রার্থিরা টেনশনেই থাকে। আর অন লাইনে আবেদনের ক্ষেত্রে ফি প্রদানে বিষয় টি খুবি গুরুত্বপূর্ণ। কেননা যদি ফি প্রদান করা না হয় তাহলে তার আবেদন টি গ্রহণ করা হয় না।
উপরিক্ত বিষয় টি আমার স্যারের কল্পিত। আমি আশা করব যে, যারা এই টিউনস পড়বেন তাদের মধ্যে কেউ কেউ হয়ত সরকারি প্রযুক্তি বা শিক্ষাব্যবস্থার সাথে যুক্ত আছেন। তাদের কাছে আমার রিকুয়েস্ট বিষয় টি নিয়ে একবারের জন্যে হলেও ভেবে দেখবেন।
আপনারা যারা কষ্ট করে এতক্ষন ধরে পড়লেন তাদের কাছে আমি কৃতজ্ঞ কষ্ট করে পড়ার জন্য, ভাল লাগলে শেয়ার করবেন আর কোন ভূল হলে অবশ্যই টিউমেন্ট এ জানাবেন। ধন্যবাদ!
আমি সাগর চন্দ্র শীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।