Windows কম্পিউটারের জন্য হেল্প চাই।
আমি বরাবরি, টেকটিউনস এর কাছে থেকে শিখেছি, এখনো শিখি, গুগল থেকে যা না পাই, তাই এই টেকটিউনস এ পাই।
কিন্তু আমি যে টা খুজছি, তা হলো,
""""""""কম্পিউটারের এমন সিস্টেম টা অন রাখতে, যা করলে, কম্পিউটারের C Drive এ, নতু কিছু ইনস্টল যাই রাখি বা করি না কেন,কম্পিউটার রিস্টার্ট দিলেই, তা রিমুভ হয়ে যাবে।""""""""
আমি এর আগে এই সিস্টেম হটাত করেছিলাম, কিন্তু তা রিমুভ করার জন্য টেকটিউনস এর এক ভাই অভি শেক হাজরা, তার কাছে থেকে হেল্প নিয়ে অফ করেছিলাম, কিন্তু এখন কি ভাবে যে এই টা অন করি তা খুজে পাচ্ছি না।
এই সিস্টেম করে রাখলে কোন সময় কম্পিউটারের windows দেওয়ার দরকার হয় না। একই কম্পিউটারের এই সিস্টেম করে রাখলে অনেক দিন থাকে।
উল্লেখ্য যে আমি windows 7 and windows 10 use kori.
Windows কম্পিউটারের জন্য হেল্প চাই।
আমি বরাবরি, টেকটিউনস এর কাছে থেকে শিখেছি, এখনো শিখি, গুগল থেকে যা না পাই, তাই এই টেকটিউনস এ পাই।
কিন্তু আমি যে টা খুজছি, তা হলো,
""""""""কম্পিউটারের এমন সিস্টেম টা অন রাখতে, যা করলে, কম্পিউটারের C Drive এ, নতু কিছু ইনস্টল যাই রাখি বা করি না কেন,কম্পিউটার রিস্টার্ট দিলেই, তা রিমুভ হয়ে যাবে।""""""""
আমি এর আগে এই সিস্টেম হটাত করেছিলাম, কিন্তু তা রিমুভ করার জন্য টেকটিউনস এর এক ভাই অভি শেক হাজরা, তার কাছে থেকে হেল্প নিয়ে অফ করেছিলাম, কিন্তু এখন কি ভাবে যে এই টা অন করি তা খুজে পাচ্ছি না।
এই সিস্টেম করে রাখলে কোন সময় কম্পিউটারের windows দেওয়ার দরকার হয় না। একই কম্পিউটারের এই সিস্টেম করে রাখলে অনেক দিন থাকে।
উল্লেখ্য যে আমি windows 7 and windows 10 use kori.
আমি মোস্তাকিন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 112 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মাদ মোস্তাকিন হোসেন। আমি বর্তমানে অনার্স হিসাববিজ্ঞান ৪র্থ বর্ষে পড়ছি। আমি পড়ালেখার পাশাপাশি, টেকনোলজি চর্চা করি। বলতে গেলে এই টা আমার ভাত আর মাছ হয়ে গেছে। অর্থাৎ টেকনলজি আমার মনের খুরাক। আমি মুলত টেকটিউনস থেকে শিখার জন্য একাউন্ট খুলেছি। বিভিন্ন মানুষের কমেন্ট করা যোগাযোগ ইস্থাপন করা ইত্যাদি ইত্যাদি।