আমার অফিসের পিসিতে ফেইসবুক এবং ইউটিউব ব্লক করে দেয়া হয়েছে। কোন ফাইল সেটাপ করা যায় না কারন এ্যাডমিন লক করা এবং কোন সিডি বা ডিভিডি ড্রাইভ নেই। আবার অনেক গুলো proxy website লক করে দেয়া হয়েছে। Facebook এ আমি অনেক Games (Farm ville, City Ville) খেলি কিন্তু Tor Browser দিয়ে কোন games open হয় না। এই জন্য সাহায্য চাই।
আমি দেবাশীষ দে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি Tor Brouser সফটওয়্যার ব্যবহার করেন।আনব্লক করা website visit করতে পারবেন।