————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আমি ভাল আছি। আশা করি সকলেই অনেক ভালো আছেন। ভাল থাকেন এই প্রতাশাই করি।আজ একটি টিউন উপহার দিচ্ছি, যদি কারও উপকারে আসে তাহলে স্বার্থক হব। টিউন টি পূর্বে টিউন হয়ে থাকলে ক্ষমা প্রার্থী।
সমাজের অনেক মানুষের মনে হতাশা, একাকীত্ব, মানসিক চাপ, আত্মহত্যার প্রবণতা কাটিয়ে উঠতে সাহায্য করা এবং তাদের মানসিক সহায়তা করার জন্য Consultation
এছাড়া সকল গোপনীয়তা এবং সহমর্মিতার সাথে, সম্পুর্ন খোলা মনে মানুষের কথা শোনা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের প্রতিষ্ঠান রয়েছে, যারা আত্মহত্যা রোধ করা এবং মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্যে কাজ করে যাচ্ছে। তাই এধরনের সেবার প্রয়োজনে Click Here
এছাড়া আপনি যে কোন ধরনের জরূরী ওয়েব লিংক / সরকারী অনলাইন সেবাসমূহ পেতে পারেন।
এখানে আরও আছে টুরিজম গাইড লাইন যা আপনার কাজে আসবে। Click Here
এছাড়া আছে হেলথ টিপস। Click Here
ওয়েবসাইট তৈরীর কথা ভাবছেন? বজেট কম? কোন সমস্যা নেই, যেকোন ধরেনর ওয়েব সাইট যেমন: ব্যত্তিগত,ব্যবসায়িক,ই-কমার্স,গার্মেন্টস,বায়িং হাউস এবং সকল ধরনের প্রতিষ্ঠানের ওয়েব সাইট ডিজাইন ও ডেভেলপ, বিভিন্ন ধরনের ডেক্সটপ সফটওয়ার
যেকোনো ধরনের প্রশ্ন থাকলে টিউনমেন্টে জানাতে পারেন। যেকোনো প্রয়োজনে ফেসবুকেও মেসেজ দিতে পারেন। fb/mzu.mamun
আমার ওয়েব সাইট http://www.dataforing.com
যাহোক, আশা করি টিউনটি আপনাদের ভাল লেগেছে। আর ভাল লাগলে টিউনের নিচে লাইক বাটন (নির্বাচিত টিউন মনোনয়ন) চাপতে ভুলবেন না যেন।
আশা করি এর মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকার হবে।
এতক্ষণ ধৈর্য ধরে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবেন না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।আল্লাহাফেজ
আমি মোঃ আলমামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।