আমি এ্কটি ক্যাবল টিভি চ্যানেল বানাতে চাই আমার কম্পিউটার থেকে। আমার কম্পিউটার থেকে মডিউলেটরে ভিডিও পাঠানোর জন্য আমি ব্যবহার করি ভিজিএ টু এভি কনভাটার। এটাতে ভিডিও খুব একটা ভালো আসেনা এবং ভিডিও কাপে ও আপ-ডাউন করে। তাই নভিডিয়া জিফোর্স 6200 এবং 6600 জাফিক্স কার্ড নিলাম পুরোনো। দুইটাতেই এসভিডিও সাপোর্ট করে। কিন্তু এসভিডিও থেকে মডিউলেটরে আরসিএ ক্যাবলের মাধ্যমে লাইন দিলে কোন কিছু আসেনা। টিভিতে লাইন দিলে সাদা-কালো-ঝিরঝির-কাপাকাপি ধরনের আসে। তবে টিভিতে লাইন দিলে টিভি হিসেবে গ্রাফিক্স কার্ডের সফটওয়ারে আসেনা। এনালগ মনিটর হিসেবে আসে। তাই আমি টিভির জন্য যেসব সেটিংস আছে তার ব্যবহার অপশন পাইনা। তাই ক্যবল অপারেটর ভাই বা অভিজ্ঞ ভাইদের কাছে সাহায্য চাচ্ছি।
অনেকেই বলতে পারেন যে এইচডিএমআই টু এভি ব্যবহার করতে। আমি সেটাই করব। কিন্তু যদি এই গ্রাফিক্স কার্ডের সমস্যা এবং সমাধান সম্পর্কে সাহায্য করতেন তাহলে ভাল হত।
সবাইকে অগ্রিম ধন্যবাদ।
আমি এ্কটি ক্যাবল টিভি চ্যানেল বানাতে চাই আমার কম্পিউটার থেকে। আমার কম্পিউটার থেকে মডিউলেটরে ভিডিও পাঠানোর জন্য আমি ব্যবহার করি ভিজিএ টু এভি কনভাটার। এটাতে ভিডিও খুব একটা ভালো আসেনা এবং ভিডিও কাপে ও আপ-ডাউন করে। তাই নভিডিয়া জিফোর্স 6200 এবং 6600 জাফিক্স কার্ড নিলাম পুরোনো। দুইটাতেই এসভিডিও সাপোর্ট করে। কিন্তু এসভিডিও থেকে মডিউলেটরে আরসিএ ক্যাবলের মাধ্যমে লাইন দিলে কোন কিছু আসেনা। টিভিতে লাইন দিলে সাদা-কালো-ঝিরঝির-কাপাকাপি ধরনের আসে। তবে টিভিতে লাইন দিলে টিভি হিসেবে গ্রাফিক্স কার্ডের সফটওয়ারে আসেনা। এনালগ মনিটর হিসেবে আসে। তাই আমি টিভির জন্য যেসব সেটিংস আছে তার ব্যবহার অপশন পাইনা। তাই ক্যবল অপারেটর ভাই বা অভিজ্ঞ ভাইদের কাছে সাহায্য চাচ্ছি।
অনেকেই বলতে পারেন যে এইচডিএমআই টু এভি ব্যবহার করতে। আমি সেটাই করব। কিন্তু যদি এই গ্রাফিক্স কার্ডের সমস্যা এবং সমাধান সম্পর্কে সাহায্য করতেন তাহলে ভাল হত।
সবাইকে অগ্রিম ধন্যবাদ।
আমি আসিফুল আলম। , Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।