————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—-
আসসালামু আলাইকুম, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। ভাল থাকেন এই প্রতাশাই করি।আজ আমার মনটা সারা দিন ভালই ছিল কিন্তু টিউন করতে বসে মনটা খারাপ হয়ে গেল। কারন আমার একটি টউন বাতিল হয়ে গেছে। তো সমস্যা নেই, এখন একটি নতুন টিউন উপহার দিচ্ছি, যদি কারও উপকারে আসে তাহলে স্বার্থক হব।
বর্তমানে এন আইডি নিয়ে ভোগান্তিতে পরেননি এমন কেউ নেই। তাই আপনাদের মাঝে যাদের জন্ম তারিখ "০১-০১-১৯৯৮" -এর আগে, তারা রশিদে প্রাপ্ত ফরম নম্বর দিয়ে এখান থেকে তথ্য দেখতে পাবেন। অথবা
প্রভিশনাল ভোটার আইডি কার্ড পেতে পারেন।
এছাড়া বিস্তারিত তথ্য জানতে হেল্পলাইন নাম্বার (১৬১০৩) -এ কল করুন।
১ম ধাপ
প্রথমে নির্বাচন কমিশন এর ওয়েব সাইটে যান Click here নিচের ছরবর মত আসবে
উপরের ছবিতে দেখানো
অন্যান্য তথ্য/ভোটার তথ্যে ক্লিক করতে হবে
করলে নিচের ছবির মত আসবে
২য় ধাপ
উপরের ছবিতে দেখানো
শুন্য জায়গায় তথ্য পূরন করে - ভোটার তথ্য দেখুন - বাটনে ক্লিক করতে হবে
করলে নিচের ছবির মত আসবে
৩য় ধাপ
উপরের ছবিতে দেখানো তথ্যের মত পেইজ আসবে। উক্ত পেইজ থেকে আপনার কাঙ্খিত তথ্য পেয়ে যাবেন।
৪র্থ ধাপ
আপনার কাঙ্খিত তথ্য (এন আইডি নম্বর) পেয়ে যাবার পর নিচের লিংকে ক্লিক করুন
নির্বাচন কমিশন এ রেজিষ্ট্রেশন করার জন্য (বি:দ্র:- রেজিষ্ট্রেশন করার সময় অন্যের মোবাইল নাম্বার ব্যবহার করবেন না, ঝামেলা এড়াতে নিজের নাম্বার ব্যবহার করুন)
নির্বাচন কমিশন এ রেজিষ্ট্রেশন সম্পন্য করার পর
প্রভিশনাল ভোটার আইডি কার্ড পেতে পুনরায় লগ-ইন করুন <<এখানে>>
প্রয়োজনীয় তথ্য প্রবেশ করে লগ-ইন করার সময় আপনার মোবাইলে একটি সিকউরিটি কোড যাবে উক্ত কোড প্রবেশ করে লগ-ইন ক্লিক করুন।
লগ-ইন হওয়ার পর নিচের মত আসবে
৫ম ধাপ (শেষ ধাপ)
উপরের মত আসার পর ছবিতে দেখানো জায়গায় ক্লিক করতে হবে।
তখনি পেয়ে যাবেন আপনার কাঙ্খিত প্রভিশনাল ভোটার আইডি কার্ড।
তাও আবার পিডিএফ ভার্সন। তারপর এটি ডাউনলোড করে যে কোন কাজে লাগাতে পারবেন।
আশা করি এই টউন এর মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকার হবে।
আমার ওয়েব সাইট --- http://www.dataforing.com fb- তে আমি
শেষ কথা
এতক্ষণ ধৈর্য সহকারে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী টিউনে।