সম্মানিত টিউনার ও টিউন এক্সপার্টগন আসসালামুআলাইকুম, আশা করি আপনারা সকলেই পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তায়ালার দয়ায় ভালই আছেন।
সম্মানিত ভাইগন আমি প্যাটার্ন ম্যাকিং ডিজাইন নিয়ে একটি প্রতিষ্ঠানে অধ্যয়ণরত এবং একটি প্রতিষ্ঠানে পার্টটাইম জব করি। আমার ডিজাইন এর কাজের একটি সফটওয়ার আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করি, যার নাম Modaris v7r1 SP3 কিন্তু ডাউনলোড করার পর দেখি এর লাইসেন্স কি খানা জিপ করা এবং পাসওয়ার্ড দেয়া, এবং অনেক খোজ করার পর ও উক্ত ওয়েব সাইটে পেলাম না কোন পাসওয়ার্ড পেলাম শুধু একখানা মেইল এড্রেস এবং সেখানে যোগাযোগ করার পর তারা আমার কাছ থেকে ৫০০ ডলার দাবি করে। মনে বড়ই কস্ট পেলাম আমার ১.২৫ জিবি মাটি হল।
এখন আপনারাই বলুন আমার মত সাধারণ মধ্যবিত্য বাঙ্গালী পরিবারের সন্তান এর কাছে কি ৪০০০০ টাকা দিয়ে সফটওয়ার কিনে ব্যবহার করা সম্ভব? অবশ্যই না। তাই এনেক খোজ করে ইন্টারনেট থেকে জিপ পাসওয়ার্ড ব্রেক করার কিছু সফটওয়ার ডাউনলোড করে ব্যবহার করে দেখলাম, দেখে কাদব না হাসবো ভেবে পেলাম না, আর সফটওয়ার গুলোর যে গতি তাতে ৮ ডিজিটের একটি কম্বিনেশন পাসওয়ার্ড ভাঙ্গতে সময় লাগবে ২০ বছর। তাই আমার কাছে মনে হল এটা আমার পক্ষে অসম্ভব কিন্তু আমার ভরসা ছিল হয়ত টেকটিউনে আমার সম্মানিত টিউনার, টিউন এক্সপার্ট ভাইগন এর কাছে হয়তো সাহায্য পেতে পারি। তাই বড়ই আশা নিয়ে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনার হয়ত আমাকে এই ব্যাপারে সাহায্য করবেন, এমন একটি সমাধান দিবেন যাতে করে আমি এবং আমার মত যারা এই ধরনের ভুক্তভুগী তার অন্তত উপকৃত হতে পারে।
ধন্যবাদান্তে
আপনাদেরই
ইসলামবাংলা
আমি মুহাম্মদ নুরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।