কঠিন সমস্যা, হার্ডডিস্ক সমস্যা, পার্টিশন সমস্যা

হার্ডডিস্ক এক্সপি সেটাপ নেয় না আবার কোন ড্রাইভ ফরম্যাট হয় না।

সফটওয়্যার ইনস্টল ও আনইন্সটল হয় না এবং কোন ফাইল ডিলিট করলে আবার চলে আসে।

পার্টিশন ম্যাজিক এবং উইন ৯৮ দিয়েও কোন ড্রাইভ ফরম্যাট হয় না এবং পার্টিশন ব্রেকও করা যায় না।

আরেক পিসিতে নিয়ে হার্ডডিস্ক সেকেন্ডারী করেও কোন ড্রাইভ ফরম্যাট হয় না। অনেক সময় ফরম্যাট হয় আবার রিস্টার্ট দিলে আগের অবস্থায় ফিরে আসে।

সাহায্য প্রয়োজন।

Level 0

আমি moonnir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

so simple...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জিপার্টেড বা লিনাক্সের একখান লাইভ সিডি জোগার করুন। তারপর ফরম্যাট না দিয়ে নতুন পার্টিশন টেবল বানান। তাতে অবশ্য পুরোনো সব ডাটা হারাবেন।

    Level 0

    ডাটা হারালেও কিছু করার নাই ভাই। তারপরও ব্যাকআপ রেখেছি।
    পার্টিশন দিলে হার্ডডিস্কে এরর আছে বলে।
    পার্টিশন ম্যাজিক ছাড়া পার্টিশন ব্রেক করার কার্যকর কোন সফট আছে কি?

    হার্ডডিস্কের উপর কাটাকুটি করার জন্য আমার কাছে GParted টাই সবচেয়ে ভাল লাগে। সবচেয়ে মজা হল এটা ইন্সটল করতে হয় না, লাইভ সিডি থেকে চালাতে হয়।

ভাইরাসের প্রব্লেম। প্রথমে বায়োস থেকে বুটেবল ড্রাইভ হিসেবে সিডি/ডিভিডি রম সিলেক্ট করুন। এরপর এক্সপি সেটাপ দিন। কাজ হবে।

    Level 0

    ধন্যবাদ ভাই,
    এক্সপি সিডি দিয়ে হয় না। পার্টিশন ম্যাজিক এবং উইন ৯৮ পর্যন্ত চলে গেছি।