আমি আমার নোটেবুকে উইনডোজ 7 হোম প্রিমিয়াম এর সাথে নরটন ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করতেছি, যা প্রি ইনস্টাল্ড ছিল। আমি যত টুকু জানি যে এই ইন্টারনেট সিকিউরিটি অল্প সময়ে বুট দেয়। আর আমি সার্ভিসও ভাল পাচ্ছিলাম। লাইসেন্স দেওয়াই ছিল তিন মাসের। কিন্তু সেটা শেষ হতে চলল। আমি এই এন্টি ভাইরাস টি ব্যবহার করা চালিয়ে যেতে চাই। কিন্তু কোনও লাইসেন্স কী পাচ্ছি না। আসা করি আমাকে আপনার কেউ খুজতে পেতে আথবা ভাল কোনও সমাধান দিতে পারবেন। আর কেউ কী বলতে পারেন যে অরিজিনাল নরটন ইন্টারনেট সিকিউরিটি লাইসেন্সটা বাংলাদেশে কত পরবে। মনে কত টাকা লাগতে পারে। আর তাতে আমি কত দিনের জন্য লাইসেন্স অকটিভটেড পাব?
আমি সামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Key nai