Symphony p6 নিয়ে সমস্যায় পড়েছি, আপনাদের সাহায্য প্রার্থী।

 

ছবি, গুগুল থেকে নেয়া!!

আমি প্রায় ২০১০ থেকে টেকটিউনসের সাথে আছি। একাউন্ট খোলা ছিলো অনেক আগে থেকেই, তবে মাঝে কয়েকটা মাত্র টিউন করেছিলাম। আসলে জ্ঞানের পরিধী খুব সীমিত তাই তেমন কোন টিউন করা হয়ে উঠে নি। কিন্তু আজ একটা সমস্যায় পড়ে আপনাদের সাহায্য কামনা করছি। কারো যদি কোন উপায় জানা থাকে প্লিজ বলতে কার্পন্য করবেন না। মোবাইল খুব স্পর্শ কাতর জিনিস আমার হঠাৎ করে সেটাই নস্ট হয়ে গেছে। মূল কথা হলো, আমার জানা নেই symphony মোবাইলে কি এমন সফট্‌ওয়্যার সিস্টেম দেয়া থাকে যে তা আপডেট করতে গিয়ে ফোন আর আগের মত অন হচ্ছে না। আমি নিচে বিস্তারিত বুঝিয়ে বলার চেস্টা করছি-

গত দুই দিন আগে, আমার ব্যবহৃত symphony p6 মোবাইলে সফট্‌ওয়্যার সিস্টেম আপডেট নামে একটি নোটিফিকেশন আসে। যেহেতু ওয়াই ফাই অন করা ছিলো, আমি আপডেট এক্টিভ করে দেই। আপডেট ফাইল ডাউনলোড হয়ে মোবাইল বন্ধ হয়ে যায়। আমি আবার অন করলে, রিকভারি অপশনে গিয়ে আটকে থাকে। সেখানে থাকা সবগুলো অপশন আমি একে একে ট্রাই করি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ঘুরে ফিরে রিস্ট্রার্ট দিলে ওখানে ফিরে আসে।
আমি একটি ছবি সংযুক্ত করছি, যদি কেউ পারেন আমাকে সাহায্য করতে খুব উপকৃত হতাম।
আমার এখন কি করা উচিত। কাস্টম রম ইনস্টল করা, বা কোনভাবে রিকভারি করা।
এক্ষেত্রে এন্ড্রোয়েড এক্সপার্টদের সাহায্য চাচ্ছি!! আমি আগেও বলেছি আমি সবগুলা অপশন ট্রাই করেছি। এপ্লাই আপডেট ফ্রম এসডি কার্ড দিয়ে মনে হচ্ছে, কিছু একটা করা যাবে। প্লিজ, সাহায্যে এগিয়ে আসেন।

 

 

 

 

Level 0

আমি রাজভী শোভন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Do This>>>>

1.Wipe Data/Factory Reset
2.Wipe Cach Partition

After That Rebot Ur System …. in shaa allah Mobile On Hobe …

r jodi na hoi tahole symphony p6 lekhe serch deye rom file ta download kore flash korle thek hoye jabe…. Bhoy ar kesu nai apnar mobile root kora selo dekhe update file download hoyar por recovary mode a chole ache….. Thanks

    ভাই, ধন্যবাদ আপনার পরামর্শের জন্যে। কিন্তু উপরে উল্লেখিত এই কাজগুলো করেছি, কিন্তু সমস্যা হলো- আবারো সেই একি অপশন আসে। আর নিচে যে পরামর্শ দিলেন, ওইটাই করার প্রসেস জানতে চাচ্ছিলাম? একটু বিশদ ব্যাখ্যা থাকলে আমার বুঝতে সুবিধা হতো।
    কস্ট করে কমেন্টের জন্যে ধন্যবাদ!!

    Vhai rom file sudhu dile hoyna.Ap,cp,csc,pit file.aisobgula lage taina ?

আপনার মোবাইল টি ফ্লাশ দিতে হবে! যদি আপনার থেকে লেপটপ অথবা পিসি থাকে, সে ক্ষেত্রে গুগুল করে আপনার পি-৬ এর জন্য স্টক রম নামিয়ে! SP Flash Tools দিয়ে ফ্লাশ দিতে পারেন!

উপরে যে ভাইয়েরা কমেন্টস করেছেন,সেটাই সঠিক,আর যদি ঝামেলায় যেতে না চান,তবে ৩০০টাকা খরচ করে কোন রিপেয়ার দোকান থেকে তা করে নিতে পারেন

    ভাই, আমার মনে হয় আমি পারবো, কিন্তু সিস্টেম টাই জানা দরকার।।

দেরি না করে customer care এ নিয়া যান আমার সিম্ফনি ট্যাব টা এই রকম করেই নষ্ট হয়ে আছে
1.Wipe Data/Factory Reset
2.Wipe Cach Partition
download custom রম+ install দিয়াও কোনো ফল পাই নাই.আমার ট্যাব টা বুট/রিবুট কিছুই হয় না……………….
🙁 পুরাই ধরা জীবনে বাইচা থাকলে আর কোনোদিন ফ্ল্যাশ/root/upgrade করুম না

    ভাই, আমি যে কাজগুল অলরেডি করে ফেলেছি। কিন্তু কোন কিছু নতুন করে ইনস্টল করি নি এখনো। আমি কি ধরা খাইলাম। 🙁

ফ্ল্যাশ করতে হবে । ফ্ল্যাশ নিজে পারলে ভাল । তবে পূর্বে ফ্ল্যাশ এর অভিজ্ঞতা থাকলে ট্রাই করতে পারেন । আর না জানলে মোবাইল এর দোকান থেকে করিয়ে নিন। ১৫০-২০০ টাকা লাগে ফ্ল্যাশ করতে ।

ফ্ল্যাশ করতে আমার youtube চ্যানেল দেখেন চ্যানেল এর নাম :suborna it solution. ১০০% কাজ করতে পারবেন।

01944266102 এই নাম্বার এ ফোন দেন ১০০ টাকা নিতে skype তে থিক করে দিবে ১০০০% কাজ হবে ,

    আচ্ছা ভাই, না পারলে আপনাকে জানানো হবে। পরামর্শের জন্যে ধন্যবাদ।

01944266102 এই নাম্বার এ ফোন দেন ১০০ টাকা নিবে । skype তে থিক করে দিবে ১০০০% কাজ হবে ,

ভাই আপনার মোবাইল ফ্ল্যাশ করার জন্য প্রথমে Symphony p6 এর স্টক রমটি ডাউনলোড করেনিন http://firmwarefile.com/symphony-p6 থেকে! তার পর https://androidmtk.com/smart-phone-flash-tool থেকে Sp Flash Tools এবং http://gsmusbdriver.com/symphony-p6 থেকে Symphony P6 এর জন্য USB Driver ডাউনলোড করে নিন!

Sp Flash Tools দিয়ে ফ্ল্যাশ দেওয়ার নিয়ম ভিডিও সহকারে https://androidmtk.com/flash-stock-rom-using-smart-phone-flash-tool এতে দেওয়া আছে এবং স্টাক রম ডাউনলোড পেইজ ও দেওয়া আছে!!

ফ্ল্যাশ দেওয়ার জন্য নিছের টিউন গুলো লক্ষ করতে পারেন!
১. https://www.techtunes.io/android/tune-id/357796

২. https://www.techtunes.io/android/tune-id/397362

৩. https://www.techtunes.io/android/tune-id/318696

আশাকরি আর কোন সমস্যা হবে না! তার পর ও যদি সমস্যা হয় আমাকে মেইল করতে পারেন [email protected]