আসালামুয়াইলাইকুম, আজকে এক্সপার্টদের কাছে আমি একটা হেল্প আশা করছি। আমি BTCL থেকে ডোমেইন কিনেছি। ডোমেইনটি অ্যাক্টিভ হয়েছে। ডোমেইনটির নাম - http://www.Educationboardresults.com.bd। আমি চাচ্ছিলাম আমার ডোমেইন টি গুগল ব্লগার এ কাস্টম ডোমেইন হিসাবে ব্যবহার করতে। কিন্তু কাজটি আমার পক্ষে করা কঠিন হয়ে পড়েছে। BTCL আমাকে name of server information দিয়েছে, তাতে শুধু Primary DNS Server Name ও Secondary DNS Server Name অপশনটি আছে।
অন্যদিকে আমার ডোমেইনটি ব্লগার এ কাস্টম ডোমেইন এ এড করতে গেলে এরকম আসে।
এখন আমি এখানকার কোন লিখা গুলো কপি করে Primary DNS Server Name ও Secondary DNS Server Name এ এড করলে আমার ডোমেইনটি ব্লগার এ চালাতে পারব। এই কাজটি কেও করে থাকলে বা জানলে জানাবেন। জানালে অনেক উপকৃত হব।
অপ্রয়োজনীয় টেক্সঃ আসালামুয়াইলাইকুম, আজকে এক্সপার্টদের কাছে আমি একটা হেল্প আশা করছি। আমি BTCL থেকে ডোমেইন কিনেছি। ডোমেইনটি অ্যাক্টিভ হয়েছে। ডোমেইনটির নাম - http://www.Educationboardresults.com.bd। আমি চাচ্ছিলাম আমার ডোমেইন টি গুগল ব্লগার এ কাস্টম ডোমেইন হিসাবে ব্যবহার করতে। কিন্তু কাজটি আমার পক্ষে করা কঠিন হয়ে পড়েছে। BTCL আমাকে name of server information দিয়েছে, তাতে শুধু Primary DNS Server Name ও Secondary DNS Server Name অপশনটি আছে।এখন আমি এখানকার কোন লিখা গুলো কপি করে Primary DNS Server Name ও Secondary DNS Server Name এ এড করলে আমার ডোমেইনটি ব্লগার এ চালাতে পারব। এই কাজটি কেও করে থাকলে বা জানলে জানাবেন। জানালে অনেক উপকৃত হব।
আমি বিপ্লব আল মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যালো , আমি বিপ্লব আল মাসুম । টুকটাক ব্লগ নিয়ে লিখালিখি করি । নিজে জানার চেষ্টা করি ও অন্যকে জাননুর চেষ্টা চালিয়ে যাই । আপনাদের মত বড় বড় টিউনারদের সাথে কাজ করতে পারলে নিজেকে বড় করে তুলতে পারব ।
হেল্প করার মত কেউ নেই ??/