আমার পিসি পেন্টিয়াম ৪ মানের,সেলেরন প্রসেসর,র্যাম ১ গিগা।হাইপার থ্রেডিং এনাবল করা (যদিও এটার মানে আমি বুঝিনা)।
গত কিছুদিন থেকে পিসি স্টার্ট দিলে নিচের প্রথম স্ক্রিনটা এসে থেমে থাকে, আর কিছু হয়না। এরপোর পিসি খুলে র্যাম খুলে আবার লাগালে আবার স্টার্ট হয়। কিন্তু গতকাল থেকে আর আসছেনা ২য় স্ক্রিনটা এসে থেমে থাকে, লেখা আসছে যে CMOS checksum error-default loaded.
কি করব বুঝতে পারছিনা,এটাকি অপারেটিং সিস্টেমে সমস্যা নাকি অন্যকিছু,প্লিজ সাহায্য চাই,পিসি চালাতে পারছিনা,বিপদে আছি।
আমি Sajid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমারও সেম প্রবলেম বাট F1 দিলে স্টার্ট হয়।