সাহায্য প্রয়োজন-পিসি স্টার্ট হচ্ছেনা-CMOS Checksum Error

আমার পিসি পেন্টিয়াম ৪ মানের,সেলেরন প্রসেসর,র‌্যাম ১ গিগা।হাইপার থ্রেডিং এনাবল করা (যদিও এটার মানে আমি বুঝিনা)।
গত কিছুদিন থেকে পিসি স্টার্ট দিলে নিচের প্রথম স্ক্রিনটা এসে থেমে থাকে, আর কিছু হয়না। এরপোর পিসি খুলে র‌্যাম খুলে আবার লাগালে আবার স্টার্ট হয়। কিন্তু গতকাল থেকে আর আসছেনা ২য় স্ক্রিনটা এসে থেমে থাকে, লেখা আসছে যে CMOS checksum error-default loaded.
কি করব বুঝতে পারছিনা,এটাকি অপারেটিং সিস্টেমে সমস্যা নাকি অন্যকিছু,প্লিজ সাহায্য চাই,পিসি চালাতে পারছিনা,বিপদে আছি।

গতকাল থেকে এই স্ক্রিন আসছে
এতদিন এরকম আসতো

Level 0

আমি Sajid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমারও সেম প্রবলেম বাট F1 দিলে স্টার্ট হয়।

Level 0

আপনাদের দুইজনের পিসিরই বায়োসের ব্যাটারীতে সমস্যা আছে( মাদারবোর্ডে যে ব্যাটারী লাগানো থাকে)।হতে পারে ব্যাটারীর চার্জ শেষ।চেঞ্জ করুন।

    Level 0

    ধন্যবাদ,আমারও তাই মনে হয়,কারন ব্যাটারীটা একটু আলগা করে তুলে আবার লাগালে স্টার্ট হয়।

ব্যাটারিটাকে পাল্টিয়েই ফেলুন, তাহলে নতুন হবে আরকি? তারপরও যদি সমস্যা না যায় তাহলে কম্পিউটারের কানেকশন গুলো খুলে, পরিষ্কার করে ঠিক মতো লাগান।

    Level 0

    ধন্যবাদ,এখন পর্যন্ত আপনার ২য় পরামর্শটাই ফলো করে এসেছি,দেখি তাহলে ব্যাটরী পাল্টাতে হবে।