Copyscape বিষয়ক সমস্যা : সাহায্য চাই

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমি টেকটিউনসের একজন নিয়মিত পাঠক যদিও টেকটিউনসে এটাই আমার প্রথম পোস্ট। যাঁরা ইন্টারনেটে লেখালেখি বা ব্লগিং করেন তাঁদের মধ্যে অনেকেই হয়ত Copyscape.com এর নাম শুনেছেন। লেখার copied content খোঁজার জন্য অনন্য এক সাইট।

যেহেতু আমি ইন্টারনেটে লেখালেখির কাজ করি তাই আমার কাছেও সাইটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু গতকাল থেকে সাইট টিতে search করতে গেলে নিম্নোক্ত error message দেখাচ্ছেঃ

The maximum number of scans per month has been reached for this site.
For more, please sign up for a Premium account.

অর্থাৎ ফ্রি তে এই মাসে আর search করা যাবে না। কিন্তু আমার Premium Account না থাকায় সাইট টি ব্যবহার করতে পারছি না। আর সাইট টি ব্যবহার করতে না পারলে আমাকে ব্যপক সমস্যায় পড়তে হবে। তাই কারো কাছে যদি Copyscape.com এর premium account থাকে অথবা হ্যাক করার কোন পদ্ধতি জানা থাকে তাহলে দয়া করে সাহায্য করুন।

ইমেইলঃ [email protected]

Level 0

আমি নক্ষত্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কপিস্কেপের প্রিমিয়াম একাউন্ট কারো কাছেই পাবেন না। তবে আপনার সাইটটি এ মাসের জন্য লক করা হয়েছে, এ মাস শেষেই আপনি আপনার সাইট আবার কপিস্কেপে খুজতে পারবেন।

তবে এক কাজ করতে পারেন আশা করি কাজে আসবে। আপনি যে লেখার কপি কন্টেন্ট আছে কিনা খুজবেন সে লেখাটি লক হয়ে যাওয়া সাইট ছাড়া অন্য কোন সাইট যেমন-ব্লগস্পটে বা উইব্লী অথবা ফ্রি সার্ভিস দেয় এমন কোন সাইটে উক্ত কন্টেন্ট পোস্ট করে সার্চ করে দেখতে পারেন, কাজ সম্পন্ন হলে ঐ পোস্ট টি ডিলেট করে আসল ব্লগে পোস্ট করে দেন। এভাবে আশা করি আপনি আপনার কাজে বিনা বাধায় আগাতে পারবেন।

আমার ইসলামিক ব্লগ এবং আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্লগ

আমার কমেন্টিতে লিঙ্ক প্রকাশের কারণে তা আপনার মডারেশনের অপেক্ষায় আছে, তা এপ্রুভ করে দিন, আশা করি সে কমেন্টে আপনি সহ যারা এ বিষয়ে সাহায্য চায় সবাই উপকৃ্ত হবে।