আপনি যদি কোনভাবে সাহায্য করতে পারেন, তবে আমরা আপনার জন্য অপেক্ষা করছি...সামহোয়্যার ইন ব্লগ কিংবা প্রথম আলো ব্লগ এর মত একটা কমিউনিটি ব্লগ বানানোর চিন্তা করেছিলাম অনেক আগে। একটা বিশেষ উদ্দেশ্য ছিল এই কাজের পিছনে। সেই মোতাবেক কয়েক দফা মিটিং, কনফারেন্স ও হল। সিদ্ধান্ত হল ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগটা বানাব। কাজটা দিয়েছিলাম একজনকে। সে কিছু কাজ করার পর ব্যস্ত হয়ে গেল নিজের পরীক্ষা এবয় অন্যান্য কাজে। ফলে সময় দিতে পারছেন না। তাই কাজটা নতুন ভাবে করার উদ্যোগ নিলাম। কিন্তু আমরা তো ভাই এক্সপার্ট নই। পারসোনাল ব্লগ কমবেশী সবার আছে। কিন্তু কমিউনিটি ব্লগ বানানোর অভিজ্ঞতা কারো নেই। পড়ে গেলাম ঝামেলায়। তাই সাহায়্যের হাত পাতলাম আপনাদের কাছে। কেউ কি সাড়া দিবেন ???'
এখন আমাদের যা দরকার :
১. ওয়ার্ডপ্রেস এ অভিজ্ঞ কারো সাহায্য।
২. ব্লগের জন্য জন্য একটা লাইট থিম, যাতে বিভিন্ন প্লাগইনস ব্যবহার করা যাবে এবং ইচ্ছামত কাস্টমাইজ করা যাবে।
৩. ব্লগের জন্য সুন্দর কিছু আইডিয়া।
আপনি যদি কোনভাবে সাহায্য করতে পারেন, তবে আমরা আপনার জন্য অপেক্ষা করছি...
আমি মহসিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অতি সাধারন একজন মানুষ আমি। অন্যের মাঝে সুখ খুঁজি......
first have a look at blogdesh.com .. if you like it knock us [email protected]