আমার মোবাইলটা হচ্ছে নোকিয়া
, কিছুদিন আগে ফ্ল্যাশ দিছিলাম। ফলে মোবাইলের ফোন মেমরীতে যত কিছু ছিল সব ডিলিট হইয়া গেছে। বিশেষ করে থীমগুলা। যেগুলা আমার অসম্ভব প্রিয় ছিল। যেমন, Black.nth, Nokia.nth, Marble.nth বিশেষ করে Black থীমটা ছাড়া আমার চলেই না। নেটে অনেক ঘাটছি ওইটা পাইনেই। ঠিক অরিজিনাল ব্ল্যাক থীমটা হইলে আমার অনেক উপকার হইত। এখন টেকিবসরা আমারে উদ্ধার করেন এই থীমটা জোগাড় কইরা দিয়া। প্লীজ প্লীজ প্লীজ।
আমি সমস্যাগ্রস্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এই থিমটা getjar.com থেকে একবার নামাইছিলাম। আপনিও চেষ্টা করতে পারেন।
আর না পারলে আমাকে মেইল করেন– [email protected]. আমি পাঠাইয়া দিমুনে।