সালাম সবাইকে
উপরের ২ টা জিনিস নিয়ে ঝামেলায় পরে গেছি। সাহাজ্য দরকার। আশা করি করবেন।
আমি গতকাল একটি ৩জি রাউটার আর জিপি মডেম কিনি। উদ্যেশ্য স্বল্প সময়ের জন্য ইন্টারনেট ব্যবহার করা সাথে মডেম তা পরে ব্যবহার করবো। কিউবির মডেম কিনতে গেলাম দেখি ওরা নতুন মডেম সেল করেনা। প্রিপেইড মডেম ও ওদের কম। মনে হয় ব্যাবসা গুটিয়ে নিচ্ছে। রাউটার টি হল TP Link MR-3420। এখান কিভাবে জিপি ৩জি মডেম চালাবো? আমি সব ধরনের চেষ্টা করেছি কিন্তু চালাতে পারছিনা। সেটিংস মানুয়াল এ যেভাবে দেয়া আছে সেভাবেই করেছি। ডায়াল নাম্বার এপিএন এগুলো দিয়েছি কিন্তু হচ্ছেনা। পিসিতে নিয়ে সেটাপ করেছি কিন্তু কানেক্ট দিলে কানেক্ট হচ্ছেনা। আমি মডেম আলাদা ভাবে পিসিতে লাগিয়ে চালিয়ে দেখেছি কিন্তু রাউটারে লাগালে সেটা হচ্ছেনা। অতো কানেক্ট ও চালু করে দিয়েছি রাউটের কিন্তু এর পরো রাউটারে ইন্টেরনেট LED জলছেনা। হয়ত এটার সেটিংস আমি ঠিক ভাবে করি নি। দয়া করে সেটিংস কিভাবে করবো একটু জানাবেন। গ্রামিনের মডেম রাউটারে চালানো সংক্রান্ত কোনো ভিডিও পেলাম না।
যদি এটা না করা যায় তাহলে এই ২ টা জিনিস দিয়ে কিভাবে আমি পিসি ছাড়া নেট কানেকশন চালাতে পারি মানে বিকল্প উপায়ে এই ২ তা জিনিস দিয়ে কিভাবে ইন্টারনেত চালানো যাবে সেটাউ একটু বলবেন। যদি অন্য কোনো মডেম দিয়ে চালানো যায় সেটারু উল্লেখ করলে উপকার হবে। খুব ই জরুরি দরকার।
ধন্যবাদ সবাইকে
আমি সাইলেন্ট ম্যান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি আর লিখবো? একজন টিউনার হিসেবে ধরে নেন