আমার অফিসের পিসির USB Port গুলো লক করে দিয়েছে। আমি ইউজার মুডে কম্পিউটার ব্রাউজ কারি। Administrator মুডে পাসওয়ার্ড দেয়া থাকে। আর লকটা Administrator মুডে করা। আমি registri edit mode এ আন লক করার চেষ্টা করেছি কিন্তু কাজ হয়নি।
আরেকটা প্রোবলেম হল আমি টেকটিউরস্ এ প্রোফাইলে ছবি সংযুক্তু করতে পারছি না।
আমি দেবাশীষ দে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওয়ে ওয়ে এটা তো একেবারে সহজ। যদি বায়োস থেকে লক করা না থাকে তাহলে কোন ঝামেলাই নেই। দরকার শুধু একটা লিনাক্সের লাইভ সিডি।
————————————————————————
Get 500mb cPanel Free Hosting