Graphics card এর ব্যাপারে কেউ আমাকে হেল্প করুন !

বন্ধুরা,সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।আমার পিসিতে কোন Dedicated গ্রাফিক্স কার্ড নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি একটি গ্রাফিক্স কার্ড কিনব।গ্রাফিক্স কার্ড পছন্দও করে ফেলেছি।কিন্তু বুঝতে পারছি না  যে গ্রাফিক্স কার্ডটি আমার Motherboard সাপোর্ট করবে কিনা।

আমি যেই গ্রাফিক্স কার্ডটি কিনতে চাচ্ছি তার নাম Sapphire R7 240 1gb GDDR5 (http://www.sapphiretech.com/productdetial.asp?pid=6B79F8E2-5DCD-4223-90A7-82AD60F6C441&lang=eng)

আমার Motherboard এর নাম Intel DH55pj (http://ark.intel.com/products/48955/Intel-Desktop-Board-DH55PJ)

Processor: Intel Core i3 540 3.6 ghz

Ram : 4gb DDR3 1333

Operating System : Windows 7 64bit

HDD : 500gb

Power supply : Value Top TP ATX10 500watt

PCI Express slot: 1x pci express 2.0 x16 slot

কম্পিউটার এর বিশেষজ্ঞ বন্ধুরা একটু আমাকে হেল্প করুন। আমি জানতে চাই যে গ্রাফিক্স কার্ডটি আমার মাদারবোর্ড সাপোর্ট করবে কিনা।আমি আমার মাদারবোর্ড ও গ্রাফক্স এর নামের পাশে এর ওয়েবসাইট এর লিঙ্ক দিয়ে দিয়েছি।আমি এই কার্ডটি ঈদ এর পরে কিনতে চাই।তাই আমার জানা প্রয়োজন।

 

সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন :)সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন 🙂 সকলে ভালো থাকবেন :)সকলে ভালো থাকবেন :)সকলে ভালো থাকবেন 🙂

 

Level 0

আমি আশফাকনাসিফ অভিনন্দন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হ্যাঁ ওস্তাদ, জমপেশ কাজ করবো । কোন সমস্যা হইবো না । PCI Express 3.0 কার্ডগুলো PCI Express 2.0 কার্ডের তুলনায় Speed বা গতির দিক থেকে কোন উন্নতি করেনি। সুতরাং কোন সমস্যা নাই, পুরা Performance -ই পাবেন। আর পূর্বের PCI Express 2.0 কার্ডগুলো তার তার সর্বোচ্চ গতি দিয়ে তৈরি করা হতো না। PCI Express 3.0 কার্ডে শুধু কিছু Performance যেমনঃ- মেমোরী মডিউল DDR5, Higher Resolution, এবং Pixel Shader কিছু উন্নতি করে PCI Express 3.0 তে উন্নীত করা হয়েছে, কিন্তু speed বা গতি কোন উন্নতি করেনি, তবে ভবিষ্যতে নাকি করবে শুনছি । সুতরাং 2.0 Slot ঐ কার্ডের Full Performance পেতে কোনই সমস্যা হবে না ।

আমার মনিটর ১৮ ইঞ্চি। ফুজিতসু ব্রান্ড এর। এক্তা ভিজিএ পোর্ট আছে। সমসসা হবে না তো ভাই?

    আপনার গ্রাফিক্স কার্ডেও তো VGA Port আছে । তাহলে সমস্যা কোথায় ?? আর LCD বা LED মনিটরগুলো গ্রাফিক্স কার্ডেই সবচেয়ে ভালো পারর্ফমেন্স দেয়। আপনার মনিটরে DVI Port থাকলে DVI Cable ব্যবহারকরুন – সবচেয়ে ভালো মানের ডিসপ্লে পাবেন।

ধন্যবাদ ভাই।