একটি মাস্টার কার্ড লাগবে যার ম্যানাজ করতে পারবেন দ্রুত যোগাযোগ করুন

সুপ্রিয় টেকটিউন পাঠক, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই।

আমার বিশেষ এক প্রয়োজনে একটি মাস্টার কার্ড লাগবে। তাই যারা এ কাজটি করতে পারবেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করুন। আমি একথা অনেকের কাছেই এবং আমি নিজেও টেকটিউনে পড়েছি যে  পাইয়োনিয়ার থেকে সহজে মাস্টার   কার্ড নেয়া যায়। কিন্তু আমি সেটা করতে পারছি না, কারণ কার্ডটি লাগবে  খুব শিগ্রই।

যারা কার্ড যোগাড় করতে পারবেন তারা আমার সাথে ফোনে অথবা ইমেইলে যোগাযোগ করুন।

আর কেউ যদি   খুব অল্প সময়ে নতুন কার্ড যোগাড় করে দিতে পারেন তাহলে খুব উপকৃত হবো।

আর আপনার আমাকে আর একটি বিষয়ে সাহায্য করতে পারেন।

তাহলে বাংলাদেশের কোনো ব্যাংক থেকে মাস্টার কার্ড বা ভিসা কার্ড নেয় যায় কিনা।

আমি একটি বাংকে আলাপ করেছিলাম। কিন্তু তার যে এসতেহার প্রদর্শন করলো তাতে বাংলাদেশের সাধারন মানুষ কখনো এসব কার্ড ব্যাবহর করতে পারবেন না।  আর তাদের শর্তাবলিও আমার পক্ষে মানা অসম্ভব। তারা আমাকে বললো ক্রেডিট কার্ড নেয়ার জন্য নাকি ব্যাঙ্কে ৫০০০০ টাকা এবং ৫০০০০ $ থাকা লাগবে। এখন ৫০০০০ ডলার কত টাকা তা হয়তো ঐ ব্যাঙ্ক কর্মকর্তা ও ভেবে দেখেন নি। তা প্রায় ৪০ লাখ টাকার সমান।  আরা বাংলাদেশের কোনো সাধারন জনগনের পক্ষে এতো টাকা ব্যাঙ্কে গচ্ছিত রাখা হয়তো সবার পক্ষে সম্ভব না।

তাই যারা কার্ড যোগাড় করতে পারবেন তারা দ্রুত যোগাযোগ করুন।

 

 

আমার ই-মেইল অ্যাড্রেস ঃ

[email protected]

Phone: 01758024443

 

Level 1

আমি জাবির আরমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

PAYZA TE APPLY KORE DEKHTE PAREN

ভাই, বিডিকার্ডের থেকে একটা নিয়ে নেন। https://www.bdcard.co.uk/
এখানে যেয়ে অর্ডার দেন।
কয়েকদিনের মাঝেই পেয়ে যাবেন আশা করছি। তবে টাকা লাগবে, মানে মিনিমাম ২০ ডলার লোড করা লাগবে।

ভাই আমার একটি Payoner Master Card আছে, প্রয়োজন হলে যোগাযোগে করতে পারেন-০১৭৩৮৫২৬৯৭২

Payoneer থেকে সহজে মাস্টার কার্ড তুলতে পারবেন। এখানে https://goo.gl/Mz2GGH গিয়ে একাউন্ট খুলুন। একাউন্ট এপ্রুভ হলে আপনাকে মেইল এ কনফার্ম করা হবে। এরপর আপনি যে ঠিকানা দিবেন ২০-৩০ দিনের মধ্যে সেই ঠিকানায় মাস্টার কার্ড চলে আসবে।