পেনড্রাইভ দিয়ে কিভাবে উইন্ডোজ এর পার্সওয়ার্ড হ্যাক করব, প্লিজ হেল্প মি কাইন্ডলি !

সকলের প্রতি সালাম। অনেকদিন পর আবার সাহায্যের আবেদন নিয়ে হাজির হলাম আপনাদের দ্বারে। আমি একটি কম্পিউটারের উন্ডোজ এর পার্সওয়ার্ড হ্যাক করতে চাই। তাই এ ব্যাপারে টিটিতে সার্চ দিলাম। কিছু টিউন পেলাম কিন্তু একটিও আমার কাজে আসল না। কারন কেউ বলেছেন সিডি রুম এ উইন্ডোজ এর সিডি ঢুকাতে। কিন্তু ঐ কম্পিউটারের সিডি রুম ই নেই। তারপরে খুজলাম পেনড্রাইভ দিয়ে পারা যাবে এমন কোন সলুশনওয়ালা টিউন আছে কিনা, তাও পেয়ে গেলাম, কিন্তু সেটাও আমি কাজে লাগাতে পারলামনা, কারন পেনড্রাইভকে বুটেবল করা লাগবে, আর সেজন্য পিসিতে একটি উইন্ডোজ এর ফাইল থাকতে হবে। কিন্তু আমার পিসিতে এমন কোন ফাইলও নেই আর সিডি রুমও নষ্ট। এতএব আমি সকল টিউন পড়ে কার্যউদ্ধারে ব্যার্থ হলাম। এখন কোন ভাই যদি দয়া করে একটু সাহায্য করেন এ ব্যাপারে -
১. উইন্ডোজ ডাউনলোড করব কোথা থেকে
২. পেনড্রাইভ বুটেবল করব কিভাবে
৩. সে পেনড্রাইভ দিয়ে কারো পিসির উইন্ডোজ এর পার্সওয়ার্ড হ্যাক (রিকভার/রিমুভ নয়)করব কিভাবে।

কোন বড় ভাই আছেনকি একটু হেল্প করবেন ?

 

 

 

 

এমনিতেই সাহায্যের টিউন, তাই বেশী বকবক করে আপনাদেরকে বিরক্ত করতে চাইনাই, কিন্তু টিউন করতে গিয়ে দেখি ২০০ শব্দের নিচে নাকি টিউন করা যায় না, তাই আরেকটু বকবক বাড়িয়ে দিলাম। গবেষকগণের মতে অতি শীঘ্রই নাকি দক্ষিণ এশিয়ায় বড় ধরনের (৯ মাত্রার) ভুমিকম্প হবে। আর ঢাকায় ৯ মাত্রার ভুমিকম্প হলে নাকি ঢাকা শহরের ৬০% ভবন মাটির সাথে মিশে যাবে ! আল্লাহ আমাদের ক্ষমা করুন। সবাইকে বিপদ আসার আগেই ধার্মিক হবার তৌফিক দিন। আমিন। সবাইকে আবারো ধন্যবাদ দিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।

Level 0

আমি Najib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার পরিচিত কারো পিসি থেকে আপনি পেনড্রাইভ বুটেবল করে নিন ।
সেক্ষেত্রে আপনার পিসি থেকেই যে পেনড্রাইভ বুটেবল করতে হবে এমন কোন শর্ত নেই । যে কারো পিসি থেকে পেনড্রাইভ বুটেবল করে নিতে পারেন ।

এরপর চেষ্টা করূন ………….।। ধন্যবাদ ।

    Level 0

    vai pendrive bootable koresi, now kivabe heack korbo password