ফ্রীল্যান্সিং সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই বড় ভাইয়াদের কাছ থেকে

freelansing
freelansing

আসসালামু আলাইকুম...

প্রিয় টেকটিউনস এর প্রিয় ভাইয়েরা...

আমি আপনাদের ছোট ভাইয়ের মত।আমার ফ্রীল্যান্সিং এ খুবই আগ্রহ আছে...বলতে গেলে ২০১২ সাল থেকে,যখন আমি মাত্র ক্লাশ ৯ এ পড়ি।

যাই হোক, এ বিষয়ে আমি সর্বপ্রথম ধারনা পাই অবশ্য এই টেকটিউনস থেকেই।তার মধ্যে বিভিন্ন ব্লগ ঘুরে ঘুরে আরও কিছু বিষয় জানতে পারি।মুলত আমার এই ফ্রীল্যান্সিং বিষয় টা ভাল লাগে কেন তার একমাত্র কারন হল,এটা ঘরে বসে করা যায় আর দ্বিতীয়ত কাজের ব্যাবারে স্বাধীনতা।

যাই হোক, আমি বর্তমানে ডিপ্লোমা করছি 'টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং  এর উপর। তবে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হল নিজেকে ফ্রীল্যান্সিং পেশায় নিয়োগ করা। অনেক ঘাটাঘাটি করে নিজে নিজে অনেক কিছুই জেনেছি এবং শিখেছি।কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হল অভিজ্ঞদের সাহায্য।আমার এলাকায় এমন কেউ নেই যে এই সব জানে বা করে। তাই হেল্প নেওয়ার একমাত্র আদর্শ স্থান হিসেবে এই টেকটিউনস কে বেছে নিলাম।

অনেক বক বক করলাম, এখন কাজের কথায় আসি...

আমি web developing এর ব্যাপারে জানতে চাচ্ছিলাম।

আমার কয়েকটি প্রশ্ন আছে-

১/কি কি বিষয় শিখতে হবে একজন  web developer হতে হলে?

২/শিখতে কত সময় লাগবে

৩/শিখার পর কি ধরনের কাজ করতে হবে বা কত কাজ পাওয়া যাবে

৪/আমার ভবিষ্যৎ কি হবে ...

 

আমি জানি, টেকটিউনস এ অনেক ফ্রীল্যান্সার বড় ভাই আছেন... তারা যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমি একটা কিছু করে দেখাতে পারব ইনশা-আল্লাহ।

আমার ফেসবুক আই ডি- MD-Saidur Rahman

আশা করি আপনাদের সহায়তা পাব...

Level 0

আমি মোঃ সাইদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Techtunes থেকে প্রতিদিন প্রযুক্তির ভুড়ি ভোজ করে ভালই আছি !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস