আমি টেকটিউন্স এ টিউন লিখতে লজ্জা পাই।কারন একে আমি কিছুই দিতে পারিনি কিন্তু নিয়েছি দুহাত ভরে।আসলে এত মেধাবীর মাঝে আমার গোবর মাথা থেকে কিছুই বের হয় না।আজও এসেছি আপনাদের সাহায্যের জন্য,আশা করি সাহায্য করে বাধিত করবেন।আমি joomla দিয়ে এই সাইটটা বানিয়েছি।এটার একটা mobile version বের করতে চাই,যেন যে কোন Mobile দিয়ে সাইটটা ব্রাউস করা যায় সহজে।সাইটটা লোড হতেও সময় নিচ্ছে।কি করলে আমি এই সাইটটির mobile version বের করতে পারব এবং অতি দ্রুত লোড হবে?-টেকিরা দয়াকরে করে সাহায্য করুন।টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি sayid88। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমে http://google.com/gwt/n এই লিঙ্কে যান। তারপর Enter a URL:এর নিচের বক্সে আপনার সাইটের ঠিকানা দিয়ে দিন, তার কিছুক্ষণের মধ্যেই গুগল আপনার সাইটের মোবাইল উপযোগী সাইট বানিয়ে ফেলবে। তারপর উপরের এড্রেস বারে যে বিশাল এড্রেস পাবেন তা কপি করে কোন ইউ আর এল শর্টেনার দিয়ে শর্ট করে নিন। যেমন আমি করলাম http://bit.ly/gb8kiC