আমার নেটবুকে উইন্ডোজ ৭ সেটাপ নিচ্ছে না সাহায্য করেন

আমার তোশিবা এনবি২৫০ নেটবুকে উইন্ডোজ ৭ ছিল আগে কিন্তু হঠাৎ উবুন্টু ব্যবহারের ইচ্ছা হয়েছিল তাই উবুন্টু ইন্সটল দিয়েছিলাম।কিন্তু আমার চাইনিজ এজ মডেম দিয়া নেট কানেক্ট করতে না পারায় আবার  উইন্ডোজ এ ফিরা যেতে চাই।তাই উইন্ডোজ ৭ ইন্সটল দিতে চাচ্ছি কিন্তু নিচ্ছে না।নিচের মেসেজটি দিচ্ছে।
"setup was unable to create a new system partition or locate an existing system partition.
see the setup log files for more information."

উইন্ডোজ এক্সপিও চেষ্টা করেছি কান্তু হয় নাই।
কিভাবে এই প্রব্লেম সমাধান করব।

Level 2

আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm a bad boy - Me


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মডেম কি উবুন্টুতে ডিটেক্ট করে না?
আর মডেমের না এবং মডেল নম্বরটা একটু দিন তো দেখি।

Level 0

আপনি আগে এটাকে মানে যে ড্রাইভে সেটাপ দিবেন তাকে ফরমএট করে নিতে হবে,
এবং অবশ্যই হবে না হলে আবার জানান
http://www.facebook.com/ComputronicsBD

    ভাই সবই করেছি।পার্টিশন ডিলিট করে নতুন পার্টিশন করা।ফরমেট করা।
    এক্সপিও ট্রাই করছি।এক্সপি ইন্সটল হবার পর বলে windows root\windows>system32 > hal.dll file corrupt.
    সব কিছু ট্রাই করার পর ব্লগে আসছি।
    নতুন কিছু বলেন যা জানি না।

Level 3

নতুন করে উইন্ডোজ ইনস্টল দিলে ফাইল ফরমেট চেঞ্জ করে দেখতে পারেন। অর্থাৎ এনটিএফএস হলে ফ্যাট ৩২ আর ফ্যাট ৩২ হলে এনটিএফএস করে দেখতে পারেন।

সমাধান না হয়ে থাকলে আমাকে একটা রিপ্লাই দিন।

    ভাই সমাধান পাইলে আমারে একটু সাহায্য করেন প্লিজ!!

ভাই সমাধান পাইলে আমারে একটু সাহায্য করেন প্লিজ!!