Neobux account এর ক্লিক সমস্যা

আমি আমার Neobux account এর add এ click করলে তা আমার  ip থেকে ক্লিক করা হয়েছে দেখায়। এটা অত্যন্ত জটিল হয়ে যাচ্ছে আমার জন্য। আজ প্রায় ৫ দিন হল আমি কোন add এ ক্লিক করতে পারি নি। চিন্তায় আছি। কেঊ সাহায্য করলে কৃতজ্ঞ থাকব।

Level 0

আমি ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 196 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া আপনি মনে হয় মোবাইল ইন্টারনেট ইউজ করেন। আপনার সমস্যাটা এড়ানোর উপায় হচ্ছে যখন Neobux ad reset হয় অর্থাৎ প্রতিদিন নতুন এড আসার সময়ের কিছুক্ষনের মধ্যেই এড ক্লিক করা। আমার যতদুর মনে পরে Neobux ad reset হয় বাংলাদেশ সময় সকাল ১১ টায় (আমি ঠিক নিশ্চিত না, আপনি view advertisements পেজ থেকে দেখে নিবেন)। এর কিছুক্ষন পরে ক্লিক করলেই ip conflict এর সমস্যাটা দেখানোর কথা না।

আরেকটা কাজ করতে পারেন, যখন ip conflict দেখাবে তখন মোডেমটা খুলে কিছুক্ষন পর আবার লাগান অথবা যে কোনো উপায়ে ইন্টারনেট কানেকশন রি-স্টার্ট দেন। তার ফলে নতুন ip assign হবে এবং ক্লিক করতে পারবেন।

তবে এ সব কিছুই সাময়িক সমাধান। পরে ঝামেলা হতে পারে। একাউন্ট ব্যান করে দিতে পারে। আপনি ব্রডব্যান্ড / ওয়াইম্যাক্স কানেকশন নিলে এই সমস্যা আর হবে না। এটাই স্থায়ী সমাধান। ধন্যবাদ।

    স্ট্যাটিক আইপি ছাড়া স্থায়ী সমাধান কোনটাই না। ওয়াইম্যাক্সেও ডায়নামিক আইপি দেয়। তবে এখানে এখন ইউজার কম বলে এতটা ঝামেলা হয় না।

    ————————————————————————
    Get 500mb cPanel Free Hosting

hide my ip sw use koren somadhan hobe.

আমি Neobux এ কাজ করে ৭ দিনে এ পর্যন্ত $14.209 ইনকাম করেছি। আর এটা সম্ভব হয়েছে Mini Jobs করে যা CrowdFlower নামক একটি company এর মাধ্যমে দেওয়া হয়। বর্তমানে 0 Lebel এ আছি তাই কাজের পরিমান অনেক কম। তবে Lebel বাড়লে আরও অনেক কাজ পাব আশা করি। তাই আমার পরামর্শ হচ্ছে CrowdFlower এর Mini Jobs গুলো seriously নিতে হবে। মনে রাখবেন আপনি যে কাজগুলো করবেন সেগুলো IBM, eBay এবং Microsoft এর মতো বিখ্যাত কম্পানিগুলো দিয়ে থাকে। তাই কাজ শুরু করার আগে যথেষ্ট সময় নিয়ে অনুশীলন করবেন এবং সুধুমাত্র try করার জন্য এখানে কোন কাজ করবেন না।
আমার রেফারেল লিঙ্কঃ https://www.neobux.com/?r=activeworker
আমার profile এর screenshot: https://ibb.co/ni1H95