পড়াশোর পাশাপাশি জব দরকার অথচ পৃথিবী কত নিষ্ঠুর যে সে জবটাও এখন অমূল্য রতন

আস্লামুয়ালাইকুম, কেমন আছেন সবাই ? আশাকরি ভালোই আছেন। আজকের আমার টিউনটি একটি ভীন্ন ধর্মি সহযোগিতা বিষয়ক টিউন নিয়ে। আসলে পৃথিবী একটা অতভুত জায়গা এখানে সাহায্য করার মত তেমন কাউকেই পাওয়া যায় না। সবাই তার নিজ নিজ কাজ নিয়ে ব্যাস্ত।

আসি আমার বিস্তারিতত তে

নাম ইমন মাহমুদ, বাসা বর্তমানে খুলনাতে। এসএসসি শেষ করি ২০১৪তে চুয়াডাংগা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে, প্রথম থেকেই পড়ালেখার থেকে প্রযুক্তির ওপর ই বেশি নেশা ছিল আমার। তাই পড়ে থাকতাম  কম্পিউটার আর ইন্টারনেট নিয়ে। উঠতি বয়সে সবাই যখন বই আর প্রেম নিয়ে ব্যাস্ত তখন আমার নিশানা ছিল কম্পিউটার। কিন্তু ভগ্য সহায় না হওয়ায় এসএসসি জিপিএ এল ৩.৩৮(সাইন্স)। এরপর কম্পিউটারে পড়া শোনা করার ইচ্ছায় খুজতে থাকলাম কোন বেসরকারী পলিটেকনিক এ ডিপলোমা করা যাবে কম্পিউটারে। অবশেষে কুষ্টিয়ার একটা বেসরকারী পলিটেকনিক এ ভর্তি হলাম। কিন্তু সমস্যা তৈরি হলো তখনই যখন বাবা অবসর গ্রহন করলেন। হটাত করে সমস্যা সৃষ্টি হলো। বাসা থেকে বলে দিলো নিজের খরচ নিজে চালাও। অবসেষে খুলনা থেকে কুষ্টিয়া আসার পথে একজন অচেনা ব্যক্তি সাথে দেখা তিনি আমার কথা গুলো শুনে কুষ্টিয়া রবিতে একটি প্রজেক্ট এ কাজ দিলেন। ভালোই চলছিলো কিন্তু প্রজেকজ্ট শেষ হওয়ায় হটাত আবার পড়ে গেলাম অথৈ হতাসায়। পড়াশোনার পাশাপাশি এখন এতই কোন কাজ খুজতেছি কিন্তু পাচ্ছি না। প্রায় ২ বছর টেকটিউনসে লেখা লেখি করি আমি টেকটিউনসে অনেক লোক এর সাসে পরিচয় কিন্তু যখন একটা কাজের জন্য যাই তখনই তারা বলে তারা কোনভাবেই সাহায্য করতে পারবে না। আসলে মানুষ শুধু নিজেকে নিয়েই ভাবে।

এখন আমার পড়াশোনা চালাতে প্রায় ৬-৭০০০ টাকা মত লাগে। কিন্তু কুষ্টিয়ার কোথাওই ভালো কোন কাজ পাচ্ছি না যেটা পড়াশোনার পাশাপাশি করা সম্ভব। ভিক্ষা করলে হয়ত অনেক টাকা আর্ন করা সম্ভব। কিন্তু সেটা ত অনেক লজ্জাজনক বিষয়। সব মিলিয়ে কি করবো বুঝতে পারছি না। নাকি পড়াশোনা সম্পূর্ন ছেড়ে দিব, সবই প্রশ্ন হয়ে দাড়িয়ে আছে।

কুষ্টিয়া শহরে কি এমন কোন ব্যক্তি নাই যিনি আমাকে কোন  চাকুরি দিয়ে সহায়তা করতে পারবেন। আমি কোন টাকা পয়সা সাহায্য চাই না। চাই শুধু একটা ভালো চাকুরি যেটা দিয়ে আসলে আমি আমার পড়াশোনা টা চালাতে পারবো।

যদি কোন ব্যক্তি সহায়তা করতে চান তাহলে ফেসবুকে  ম্যাসেজ করুন : Imon Mahmud

অথবা ফোন করতে পারেন : 018 22 27 28 29

Level 0

আমি ইমন মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস