ফেইসবুক এপ্লিকেশন কিভাবে বানান যেতে পারে?zembly এখন আর কাজ করে না, (MCQ টাইপের)

আমি একটি  ফেইসবুক এপ্লিকেশন বানাতে চাচ্ছি (যদি সম্ভব হয়) যেখানে একটি প্রশ্ন থাকবে এবং চারটি বা তার চেয়ে কম বা বেশী উত্তর থাকবে যার একটি সিলেক্ট করতে হবে ভোট দেবার জন্য ।এক কথায় পরীক্ষায় আমরা  mcq  যেভাবে উত্তর দেই ।

ধন্যবাদ

আমি একটি  ফেইসবুক এপ্লিকেশন বানাতে চাচ্ছি (যদি সম্ভব হয়) যেখানে একটি প্রশ্ন থাকবে এবং চারটি বা তার চেয়ে কম বা বেশী উত্তর থাকবে যার একটি সিলেক্ট করতে হবে ভোট দেবার জন্য ।এক কথায় পরীক্ষায় আমরা  mcq  যেভাবে উত্তর দেই ।

ধন্যবাদ

Level 0

আমি শাহেদ খান (আনারস পাতা)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 405 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চলছি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা আসরে এপ্লিকেশন না এপ্লিকেশন ব্যাবহার করে তৈরী করা কুইজ। যাইহোক এরকম আরেকটি এপ্লিকেশনে গেলে ক্রিয়েট নিউ পাবেন। সেটাতে ক্লিক করেই করতে পারবেন।

    আরেফিন ভাই আপনাকে তো আর টেটিতে দেখছি না। কোন প্রকার টিউন করতে দেখছি না। কবে পাবো আপনাকে।

@ শাকিল আরেফিন একটা উদাহরণ দিলে ভাল হয় মানে এপের লিঙ্ক বা নাম
@ফেসবুক গুরু উত্তর দেবার জন্য ধন্যবাদ কিন্তু এরকম না, আপনার টা তে সঠিক উত্তর আছে কিন্তু চাচ্ছি সার্ভে টাইপের মানে কত পার্সেন্ট মনে করছে a হতে পারে, কত পার্সেন্ট মনে করছে b হতে পারে,
যেমন ২০১০ ফিফা খেলোয়াড় কে হবে?
a. Messi
b. sneider
c.cassilas
d.iniesta