আমি একটা সমস্যায় পড়েছি তাই জিনিয়াসদের কাছ থেকে সাহায্য চাই

 

 

 

 

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আমি একটা সমস্যায় পড়েছি তাই জিনিয়াসদের কাছ থেকে সাহায্য চাই
আমি আগে কনদিন tune করিনাই ভুল হলে ক্ষমা  করবেন,

আমার ল্যাপটপের windows দেবার সময় boot menu তে  বিভিন্ন অপশন আছে,  সেখানে advance option এর speed এর Fast এবং normal অপশন থাকে সেখানে fast হয়ে গেছে কিন্ত আগে ছিল normal,
তাই এখন আর বুট অপশন আসছেনা। ল্যাপটপ Restart দিয়ে বুট option চাপলে সরাসরি ল্যাপটপ অন হয়ে যাচ্ছে, এখন এর সমাধান কি দয়া করে কেউ জানাবেন।

আমার Laptop এর মডেল TSHIBA U945-S4380 আমার Laptop এ CD Drive নাই,আমি উইনডোজ  10  ISO File কে  পেন ডাইব বুট এবল করে উইন ডোজ দিই আগে দিসি সমসসা হয় নাই
কিন্তু এই বার আমার উইনডোজ দিতে সমস্যা হচ্ছিল সেই জন্য আমি বুঝতে না পেরে speed এ  Fast করে দিই, তার পর থেকে আর বুটমেনু আসছে না।
এখন অন্য কোন উপায়ে উইনডোজ দেওয়ার উপায় আছে কি অথবা পনরায় নরমাল normal option ফিরেয়ে আনার জন্য উপায় থাকেলে জানাবেন প্লিজ। লেখতে সমস্যা হলে কনট্রাক নাম্বার দিয়েন আমি কল দিব। সমসা screenshoot সহ

 

 

এখন অন্য কোন উপায়ে উইনডোজ দেওয়ার উপায় আছে কি অথবা পনরায় নরমাল normal option ফিরেয়ে আনার জন্য উপায় থাকেলে জানাবেন প্লিজ। অন্য কোন উপায়ে windows  দেওয়ার উপায় জানাবেন, , অন্য কোন উপায়ে windows  দেওয়ার উপায় জানাবেন, ,

 

 

 

 

 

 

 

 

Level 0

আমি আনিসুর রহমান জনাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস