Windows 7 e External সাউন্ড কার্ড ইন্সটল এ সমস্যা।

আমি কিছুদিন আগে আমার পিসিতে windows 7 ইন্সটল করি। কিন্তু আমার external সাউন্ড কার্ড Creative LIVE 5:1 surrounded sound(CREATIVE EMU10K1 AUDIO PROCESSOR) টি ইন্সটল হয়নি। কারন এই সাউন্ড কার্ডটি আমি ২০০২ এ কিনেছিলাম, তাই এর সিডিতে শুধুমাত্র windows xp এর জন্য driver দেওয়া। আমি ইনটারনেটে windows 7 এর driver অনেক খোজাখুজি করেও windows 7 এর জন্য সাউন্ডকার্ডের driver টি পাইনি। তাই অবশেষে এই টেকটিউন্সের সরনাপন্ন হলাম। দয়া করে যদি কেঊ এর কোন windows 7 এর driver এর ডাউনলোড লিঙ্ক আমাকে দিতে পারেন অথবা এর কোন সমাধান(সাঊন্ড কার্ড replace ব্যাতিত) পেয়ে থাকেন, তাহলে আমার সাঊন্ড কার্ড টি বেচে যেত। নয়তো আমার বিল্ট ইন সাউন্ডকার্ড ব্যাবহার ছাড়া অথবা সাউন্ড কার্ড কিনা ছাড়া আর কোন উপায় নেই।

প্লিজ !!! দয়া করে একটু সাহায্য করুন।

ধন্যবাদ।

Level 0

আমি অভীত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস