windows explorer has really stopped working??? প্লিজ হেল্প প্লিজ হেল্প প্লিজ হেল্প হেল্প হেল্প

Avidemux কাজ করছিলাম সেইভ করার সময় হঠাত করে লেখা উঠল      windows explorer has stopped working

restart  দিলাম কাজ হল না,

shut down কাজ হল না ,

লেখাটা এখনো আছে  এবং সব কিছু প্রায় হ্যাং হয়ে আছে, মাউস কাজ করে না বললেই চলে

অন্য একাউন্ট(আডমিনিস্ট্রাটর   ছাড়া) দিয়ে লগ ইন করলে সমস্যা হয় না

এক বার লেখা উঠেছিল  নিচের দিকে  boot error  insert cd and press enter    তখন enter দিয়েছিলাম না বুঝে

pc কি safe mode অথবা safe mode with prompting   অন করব কি না? সমস্যা হবে কিনা?

তিন- চার ঘন্টা পার হয়ে গেছে এখনো সেই লেখা উঠে আছে ।

Level 0

আমি শাহেদ খান (আনারস পাতা)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 405 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চলছি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার সিস্টেম রিস্টোর অপশান চালু থাকলে আগের কোন একটা দেটে রিষ্টোর হয়ে যান,
তারপর
হল, আপনি ভাল কোন এন্টিভাইরাস বা নেট সিকিউরিটি ইউজ করেন ( http://www.facebook.com/topic.php?uid=84918604377&topic=15717 )
ধন্যবাদ
আর যদি কাজ না হয় তাহলে ফ্রেশ ইউন্ডোজ দিয়ে আবার শুরু করেন(তবে এটা হল শেষ চিকিৎসা)
ধন্যবাদ

http://www.facebook.com/ComputronicsBD

আপনার সিস্টেমের ফাইল ড্যামেজ হয়ে গেছে। উইন্ডোজ রি ইন্সটল করুন।

Level 0

আপনার সিস্টেম রিস্টোর অপশান চালু থাকলে আগের কোন একটা দেটে রিষ্টোর হয়ে যান,
তারপর
হল, আপনি ভাল কোন এন্টিভাইরাস বা নেট সিকিউরিটি ইউজ করেন ( http://www.facebook.com/topic.php?uid=84918604377&topic=15717 )
ধন্যবাদ
আর যদি কাজ না হয় তাহলে ফ্রেশ ইউন্ডোজ দিয়ে আবার শুরু করেন(তবে এটা হল শেষ চিকিৎসা)
ধন্যবাদ

    Level 0

    আর এধরনের যেকোন ধরনের সমস্যা নিয়ে হাজির হতে পারেন

    অনলাইন সলুশান সেন্টারে
    http://www.facebook.com/ComputronicsBD

আর মাত্র ৭টা সাহায্য/জিজ্ঞাসা টিউন; এর পরই আপনি টপটিউনার 😯

আপনাকে রিসেটাপ দিতে হবে না। যেহুত বললেন যে এডমিন একাউন্ট ছারা এই প্রবলেম হয় না তার মানে এডমিন একাউন্টের সার্টাপে কিছু একটা আছে হতে পারে ভাইরাস। তাই আপনে->
১। safe mode with prompting দিয়ে ঠুকুন পিসিতে
২। পাস দিয়ে লগ ইন করুন। (পাস না থাকলে লাগবে না)
৩। ctrl+alt+delete চাপুন
৪। টাস্ক মেনেজার আসবে সেখান থেকে file> new task > browse > যান তারপর এডমিনের সার্টআপ আপশনে যা পাবেন ডিলিট করে দিয়ে পিসি রিস্টার্ট দিন। হয়ে যাবে ঠিক মত করতে পারলে

    এডমিনের সার্টআপ(start up স্টার্ট sTarrT ) আপশন , বুঝতে পারলাম না ? কোথায়?

    browse এ যাবার পর c\windows\system32 অপশনে অনেক অনেক গুল ফোল্ডার এবং ফাইল দেখায় এগুলো?
    c\windows\system32 উইন্ডোজ রিফ্রেশ নামের আইকন আছে, ক্লিক করব??

    কষ্ট করার জন্য সবাইকে ধন্যবাদ

    অপেক্ষায় রইলাম

    এখানে পাবেন C:\Documents and Settings\All Users\Start Menu\Programs\Startup

    আমি পুদিনা পাতা ভাইয়ের টিপসটা রিভিউ করছি। কম্পিউটার Safe মোডে চালু করেন এবার যে ইউজারে কম্পিউটার ভাল কাজ করে সেটাতে লগইন করুন। লগইন করার পর Ctrl + Alt + delete চাপুন। তাহলে টাস্ক ম্যানেজার আসবে সেখানে File মেনু থেকে New task এ ক্লিক করে Browser বাটনে ক্লিক করুন। তারপর C:\Documents and Settings\ইউজারনেম\Start Menu\Programs\Startup এ গিয়ে সেসব জিনিস পাবেন সেগুলো ডিলিট করুন। ইউজার নেমে যে ইউজার দিয়ে লগইন করলে সমস্যা হয় সে ইউজার নেম হবে। তারপরও সমাধান না হলে নিচের ধাপ দেখুন।
    ২য় ধাপঃ উপরের পদ্ধতিতে New task পর্যন্ত গিয়ে যে ডায়লগ বক্স আসবে সেখানে open বক্সে লিখুন msconfig এবং এন্টার দিন। তাহলে System configaration Utility আসবে সেখানের Startup ট্যাবে ক্লিক করে Disable all বাটনে ক্লিক করে Apply ও OK তে ক্লিক করুন। তারপর রিস্টার্ট করে দেখুন সমস্যা সমাধান হয় কিনা।

এখনো কাজ হল না

@ পিপি আমার আডমিনিস্ট্রাটর আকাউন্ট দিয়ে লগ ইন করলে C:\Documents and Settings\ is not accessible
পাস দিয়ে লগ ইন করুন। (পাস না থাকলে লাগবে না) , আমি আমার আডমিনিস্ট্রাটর আকাউন্ট দিয়ে লগ ইন করেছি ঠিক আছে তো??

@ সোহাগ ভাল একাউন্ট দিয়ে লগ ইন করলে C:\Documents and Settings দেখাই যায় না , System configuration Utility আসে না বলে you dont have privilege, I have to be administrator group।
normal start up, selective start up এর যে কোন একটা সিলেক্ট করা থাকলেই তো হয় তাই না ? start up ট্যাবে ক্লিক করলেই তো হবে??

নোটঃ রিস্টার্ট দেবার পর উইন্ডোজ নরমালি অন করেছি,
ভাল আকাউন্ট এ কাজ করার সময় এক বার দুই বার দেখেছি to do this you have to log in administrator account.,
একবার সিলভার has stopped working দেখেছিলাম,
system tray তে ডি ইউ কিন্তু সব সময় থাকে মনে হছে এখানে সমস্যা?
এই সমস্যা” windows explorer has really stopped working” দেখা দেবার আগে যখন পিসি সাট ডাউন করতাম তখন দেখতাম one task bar programm running ,force shut down

মনে হয় কাজ হবে না

রিসেটাপ দিলে কি বুক মার্ক ফিরে পাওয়া যাবে?
ডেস্কটপের ফাইল ফিরে পাওয়ার একটা উপায় টিটি তে দেখেছিলাম প্লিজ হেল্প

    আডমিনিস্ট্রাটর আকাউন্ট দিয়ে লগ ইন করে সোহাগ যেটা বললো সেটা করুন New task পর্যন্ত গিয়ে যে ডায়লগ বক্স আসবে সেখানে open বক্সে লিখুন msconfig এবং এন্টার দিন। তাহলে System configaration Utility আসবে সেখানের Startup ট্যাবে ক্লিক করে Disable all বাটনে ক্লিক করে Apply ও OK তে ক্লিক করুন। তারপর রিস্টার্ট করে দেখুন সমস্যা সমাধান হয় কিনা।

    বুকমার্ক বেকআপ করে রাখুন। ডেস্কটপের ফাইল গুলো অন্য কনো ড্রাইভে কপি করে রাখুন (তবে ইনস্টল করা কনো সোফট বেকআপ হবে না এভাবে। তারজন্য সিস্টেম বেকআপ করতে হবে সেটা আপনার জন্য কঠিন হবে মনে করছি আমি।)

    মজিলা হলে বুকমার্ক বেকআপ করুন এভাবে->
    bookmarks > organize bookmarks > import and backup > backup (যে কনো জায়গায় সেভ করুন সি ড্রাইভ ছারা)

    মজিলা হলে বুকমার্ক রিস্টর করুন এভাবে->
    bookmarks > organize bookmarks > import and backup > restore > choose file > (তারপর আপনার বেক ফাইল টা সিলেক্ট করুন হয়ে যাবে)

আমার জন্য এত কষ্ট করে লেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।

আমি খুব সম্ভবত কাল পরশুর মধ্যেই সেট আপ দিচ্ছি কারণ

ভাল একাউন্ট দিয়ে লগ ইন করলে C:\Documents and Settings দেখাই যায় না , System configuration Utility আসে না বলে you dont have privilege, I have to be administrator group।.

রিপ্লাই না দেবার জন্য অনুরোধ করছি 🙂