Avidemux কাজ করছিলাম সেইভ করার সময় হঠাত করে লেখা উঠল windows explorer has stopped working
restart দিলাম কাজ হল না,
shut down কাজ হল না ,
লেখাটা এখনো আছে এবং সব কিছু প্রায় হ্যাং হয়ে আছে, মাউস কাজ করে না বললেই চলে
অন্য একাউন্ট(আডমিনিস্ট্রাটর ছাড়া) দিয়ে লগ ইন করলে সমস্যা হয় না
এক বার লেখা উঠেছিল নিচের দিকে boot error insert cd and press enter তখন enter দিয়েছিলাম না বুঝে
pc কি safe mode অথবা safe mode with prompting অন করব কি না? সমস্যা হবে কিনা?
তিন- চার ঘন্টা পার হয়ে গেছে এখনো সেই লেখা উঠে আছে ।
আমি শাহেদ খান (আনারস পাতা)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 405 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চলছি
আপনার সিস্টেম রিস্টোর অপশান চালু থাকলে আগের কোন একটা দেটে রিষ্টোর হয়ে যান,
তারপর
হল, আপনি ভাল কোন এন্টিভাইরাস বা নেট সিকিউরিটি ইউজ করেন ( http://www.facebook.com/topic.php?uid=84918604377&topic=15717 )
ধন্যবাদ
আর যদি কাজ না হয় তাহলে ফ্রেশ ইউন্ডোজ দিয়ে আবার শুরু করেন(তবে এটা হল শেষ চিকিৎসা)
ধন্যবাদ
http://www.facebook.com/ComputronicsBD