ফটোশপ cs5 Extract করতে সমস্যা: সাহায্য চাই

যারা ফটোশপ ব্যাবহার করেন তাদের জনার কথা। ফটোশপ cs5 এ 3d নামক একটা নতুন ফিচার এসেছে। এটার জন্য আমি প্রথমে বাজার থেকে ফটোশপ কেনার চেষ্টা করি কিন্তু পাইনা। তারপর পোর্টেবল একটা পাই যেটা ভেঙ্গে-চুরে ৩৪০ মেগাবাইট হয়। কিন্তু ঐ 3d ফিচারটা কাজ করে না।

তাই মূলটা নামই। এবং কাল নামানো শেষ হয়। কিন্তু Extract করতে গিয়ে দেখি Extract হয় না। errors দেখয়। কোন সমাধান আছে কি?

Level 0

আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম শিবলী। থাকি খাগড়াছড়ির মত সুন্দর একটা জায়গায় আর লেখা-পড়া করি খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে। গ্রাফিক্স এবং ওয়েব ডেভলপিং এ খুব আগ্রহ। নতুন কিছু শিখতে ভালো লাগে। তবে ব্লগিং করতে আরাম পাই Blogger এ। আমার জীবনের স্বপ্ন শুধু বড় হওয়া।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফোটশপ এক্সপার্টদের দ্রষ্টি আকর্শন করছি এদিকে।

taratari somadhan chai nahole bujbo je techtunes vua

    @রাসেল সমস্যাটা মনে হয় আপনারও হয়েছে? 🙂

    রাসেল ভাই আমি আপনার মন্তব্যটা বুঝতে পারি নাই। আসলে আমি বাংলিশ ভাষা বুঝি না। আমি এডোবির মূল ফোরামেও এ রকম একটা টপিক দেখেছি। কিন্তু যে ব্যাক্তি টপিক লিখেছে সে সমাধান পায় নাই। তাছাড়াও আমি গুগুল এর ৫ পৃষ্ঠা পর্যন্তু গিয়েছি। লাভ হয় নাই। আমি ভেবেছিলাম, আমার কি ওয়ার্ড মনে হয় ঠিক ভাবে ব্যাবহার হয় নাই।
    টেকটিউনস ভুয়া বলা মনে হয় ঠিক হয় নাই।

error টার ছবি দিন। error এ কি লেখা আছে?

    error এ বলছে আমার নাকি জায়গা নাই। কিন্তু আমার ঐ ড্রাভে ১২জিবি ফাঁকা আছে। ছবি

    cs5 এর জন্য ১গিগা স্পেস লাগবে। আপনার ড্রাইভে স্পেস আছে ১২জিবি। আপনার ছবিতে দেখলাম দুটি সমস্যার কথা লিখেছে একটি হল আপনার স্পেস নেই অথবা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নেই। এখন দেখুন আপনি কম্পিউটারের এডমিন কিনা। আর cs5 ইনস্টলের সময় আপনার এন্টিভাইরাস off করে রাখুন। আপনি অন্য কোন ড্রাইভে এক্সট্রাক্স করে দেখতে পারেন। দেখুন হয় কিনা…

    আপনি অন্য কোন ড্রাইভে এক্সট্রাক্স করে দেখতে পারেন।

    সোহাগ একদম ঠিক বলেছেন। একমত আমি

    ভাই কম্পিউটারের এডমিন আমিই। উইন্ডোজ(সেভেন) দেবার সময় এডমিন সেট করেছিলাম। আর আমি কোন এন্টিভাইরাস ব্যাবহার করি না। আমার মনে হচ্ছে ডাউনলোড কারার সময় কোন ফাইল বাদ গেছে। আচ্ছা এটা রিপেয়ার করার কোন ব্যবস্থা আছে কি?
    আপনার আপনার সাহায্য কারি মনোভাবের জন্য অসংখ্য ধন্যবাদ।

Level 0

আপনি সি এস ৫ এডোবির মূল সাইট থেকে ডাউন করে নিন, তার পর ভাগ্য ভাল হলে কে-গেন বা সিরিয়াল দিয়ে এক্টিভেট করে নিবেন
কারন আমি এটা ট্রাই করিনি,
তবে আমার কাছে একটা ভার্শন আছে চিএস৫ এর ট্রাই করে আপনাকে জানাবো
ধন্যবাদ
http://www.facebook.com/ComputronicsBD

    মূল সাইট থেকেই নামিয়েছি ভাইয়া।

amar ekta problem sold koren pls—————- ami jokhon net download deie games kehlte jai tokhon net bondo hoia jai abar games minimiz korle net and download suru hoia jai emon jala ki kori konto. ???????
download er sata sate games kelte parsina. . amar system win7 — net– wimax banglalion 128kb