যারা ফটোশপ ব্যাবহার করেন তাদের জনার কথা। ফটোশপ cs5 এ 3d নামক একটা নতুন ফিচার এসেছে। এটার জন্য আমি প্রথমে বাজার থেকে ফটোশপ কেনার চেষ্টা করি কিন্তু পাইনা। তারপর পোর্টেবল একটা পাই যেটা ভেঙ্গে-চুরে ৩৪০ মেগাবাইট হয়। কিন্তু ঐ 3d ফিচারটা কাজ করে না।
তাই মূলটা নামই। এবং কাল নামানো শেষ হয়। কিন্তু Extract করতে গিয়ে দেখি Extract হয় না। errors দেখয়। কোন সমাধান আছে কি?
আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম শিবলী। থাকি খাগড়াছড়ির মত সুন্দর একটা জায়গায় আর লেখা-পড়া করি খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে। গ্রাফিক্স এবং ওয়েব ডেভলপিং এ খুব আগ্রহ। নতুন কিছু শিখতে ভালো লাগে। তবে ব্লগিং করতে আরাম পাই Blogger এ। আমার জীবনের স্বপ্ন শুধু বড় হওয়া।
ফোটশপ এক্সপার্টদের দ্রষ্টি আকর্শন করছি এদিকে।