হয়তবা আপনি জানতে পারেন, দেখুনতো জানেন কিনা?

আস্সালামু আলাইকুম,

সকল টিটি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের টিউন ৷

আমি দুই সপ্তাহ পূর্বে আমার রানিং কম্পিউটার খুলে প্যাকেট করে রেখে দেই, কয়েকদিন পরে যখন পুনরায় কম্পিউটার ফিটিং করলাম এখন মনিটরে ডিসপ্লে আসতেছে না, আর পিসি অন হওয়ার 50/60 সেকেন্ড পরে রিস্টার্ট নেই এর পরে আর রিস্টার্ট নেয়না চলতে থাকে বাট ডিসপ্লে একদমই কোন সময় আসেনা,cooling fan + power supply fan সবই ঘুরে,পিসি অন করার সুইচের বাতি ও জ্বলে,

Ram,Battery, processor,motherboard এর সকল cable সব কিছু খুলে মুছে পুনরায় লাগিয়েছে কিন্তু কোন কাজ হচ্ছেনা এখন কি করতে পারি অভিজ্ঞ ভাইদের কাছে জরুরি সাহায্য চাই ৷

 

এতক্ষণ সময় দিয়ে টিউনটি পরার জন্য অসংখ্য অগনিত ধন্যবাদ ৷

এতক্ষণ সময় দিয়ে টিউনটি পরার জন্য অসংখ্য অগনিত ধন্যবাদ ৷

এতক্ষণ সময় দিয়ে টিউনটি পরার জন্য অসংখ্য অগনিত ধন্যবাদ ৷

এতক্ষণ সময় দিয়ে টিউনটি পরার জন্য অসংখ্য অগনিত ধন্যবাদ ৷

এতক্ষণ সময় দিয়ে টিউনটি পরার জন্য অসংখ্য অগনিত ধন্যবাদ ৷

এতক্ষণ সময় দিয়ে টিউনটি পরার জন্য অসংখ্য অগনিত ধন্যবাদ ৷

এতক্ষণ সময় দিয়ে টিউনটি পরার জন্য অসংখ্য অগনিত ধন্যবাদ ৷

এতক্ষণ সময় দিয়ে টিউনটি পরার জন্য অসংখ্য অগনিত ধন্যবাদ ৷

এতক্ষণ সময় দিয়ে টিউনটি পরার জন্য অসংখ্য অগনিত ধন্যবাদ ৷

এতক্ষণ সময় দিয়ে টিউনটি পরার জন্য অসংখ্য অগনিত ধন্যবাদ ৷

এতক্ষণ সময় দিয়ে টিউনটি পরার জন্য অসংখ্য অগনিত ধন্যবাদ ৷

এতক্ষণ সময় দিয়ে টিউনটি পরার জন্য অসংখ্য অগনিত ধন্যবাদ ৷

Level 0

আমি Alaminnoman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউন্স পরিবারের সদস্যগণদের কাছ থেকে কি এই সমস্যাটার সমাধান পেতে পারি না?

কোন টিউনার ভাই কি নেই আমাকে সাহায্য করার ?

বিষয়টা ব্যবহারিক সুতরাং না দেখে বলাটা মুশকিল। তবে আপনার বর্ননানুযায়ী মনে হচ্ছে প্রসেসর কিংবা মাডারবোর্ড সমস্যা হতে পারে। বিশেষত মাডারবোর্ডের বিল্টইন এজিপিতে যদি সমস্যা থাকে তাহলে ডিসপ্লে আসবেনা। তথাপি আপনার মনিটরটি ঠিক আছে কিনা চেক করে দেখুন। সেই সাথে মাডারবোর্ডের সাথে ক্যাবল, জাম্পার পিন ঠিক ভাবে সংযোগ করেছেন কিনা চেক করুন? তবে আপনার যদি একই মডেলের একাধিক র‌্যাম, প্রসেসর থাকে তাহলে সেইগুলো লাগিয়ে সহজেই সমস্যাটা বুঝা যায়। তবে এই ক্ষেত্রে সবথেকে কার্যকর হল অভিজ্ঞ জনের সরাপন্ন ‍হওয়া কিংবা সার্ভিসিং সেন্টারে দেখানো। বিস্তারিত- https://www.facebook.com/Abdullah.Infolab

সরাসরি না দেখে বলা মুসকিল।সম্ভবত আপনার মাদারর্বোড এর BIOS এ সমস্যা আছে, একবার সেটিং গুলোকে রিসেট দিয়ে দেখুন।

Thanks@ফেরি ওয়ালা ভাই

Thanks@ওমর ফারুক ভাই