আমার পিসির সিডি ড্রাইভ খুলছে না। এই সমস্যাটা অনেক দিন ধরেই। কিন্তু বর্তমানে অনেক বেশি। প্রথম যেদিন এটা হয়েছিল তখন একজন আমাকে সাজেশন দেয়, আমি যেনো সিডি ড্রাইবে সবসময় একটা সিডি ঢুকিয়ে রাখি। সিডি ঢুকিয়ে রাখার পর ড্রাইব খলা যেত কিন্তু এখন আর শত চেষ্টা করেও খুলতে পারি না। তাই আলপিন দিয়ে সিডি দ্রাইবের নিচের ছিদ্র দিয়ে অনেক গুতাগুতি করে সিডি দ্রাউব খুলতে হয়। আমি এই সমস্যা থেকে রক্ষা পেতে চাই। প্লিজ আমাকে সাহায্য করেন।
আমি রেডিও বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nai
খুব সহজ কাজ, সিডি রমে যেদিক দিয়ে সিডি ঠুকান সেদিকে খেয়াল করুন একটা পিচ্চি ফুটা/ ছুদ্র আছে সেটা দিয়ে একটা পিন দিয়ে গুতা দেন আর ইজেক্ট বাটনে চাপ দিন বের হয়ে আসবে।
আপনার রমের ট্রে নষ্ট হয়ে গেছে। পুরনো একি ব্রন্ডের নষ্ট সিডি রম থাকলে সেটা খুলে এটাতে লাগিয়ে নিন। হয়ে যাবে ঠিক মত লাগালে। এছারা এলিফেন্ট রোডে নিয়ে যেতে পারেন। ৫০/১০০টাকা নিবে