আমাদের দেশের এখন এমনি অবস্থা চাকির সন্ধানে থাকা বেকারদের তুলনায় চাকরি দেবার মত কোম্পানির সংখ্যা তুলানা মূলক ভাবে অনেক কম। তাই বেরে চলেছে বেকার এর সংখ্যা। কিন্তু আপনারা এখন ঘড়ে বসেই উপারর্জন করতে পারেন মোটা অংকের টাকা। এটা কোন আশ্চর্য হবার মত বিষয় নয়। আউটসোর্সিং করে আপনি ও নিজেকে একজন সফল ফ্রিলাঞ্চার এর পরিচয়ে পরিচিত করতে পারেন।
আপনি নিশ্চয় ফেসবুক এর সাথে সুপরিচিত। নতুন নতুন ছবি, স্ট্যাটাস দিতে নিশ্চয় ভাললাগে? সেগুলোতে লাইক না পেলে নিশ্চয় রাতে ঘুমোতে পারেন না। লাইক আর টিউমেন্ট পাবার জন্য কত কি নাজানি করেন। তবে আর দেরি কেন লেগে পড়ুন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে। উপারর্জন করুণ কিছু বাড়তি অর্থ।
অনলায়িনে অনেক কাজ করার কর্মস্থান আছে যেমনঃ UPwork.com, Freelancer.com, Guru.com ইত্যাদি। এসব কর্মস্থান ফ্রিলাঞ্চার জগতে মার্কেট-প্লেস নামে পরিচিত। আপনি বেছে নিতে পারেন আপনার সুবিধার জায়গাটি।
এখানে আপনি সুযোগ পাবেন সব ধরনের কাজ করার। যে কোন ধরনের প্রোডাক্ট বিক্রি থেকে শুরু করে ওয়েবসাইট গুগল সার্চএ নিয়ে আসা (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন), ফেসবুকের লাইক বাড়ানো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে পণ্য প্রচার করা। ওয়েবসাইট বানানো এবং তাতে ভিজিটর আনা আরো অনেক খুঁটি-নাটি কাজ।
তবে একেবারে নতুন দের জন্য UPwork এ কাজ পাওয়া প্রথম প্রথম একটু কষ্টকর হতে পারে। আপনাকে আকর্ষণীয় আবেদন পত্র (কভার লেটার) লিখতে হবে যাতে তা বায়ারকে আকৃষ্ট করে। ছোট কোন কাজের জন্য প্রথমে আবেদন করলে দ্রুত ফল পাওয়া যাবে।
ভাবছেন আপনার তো UPwork এ কোন প্রফাইলি নাই তো কাজ পাবেন কি ভাবে! আপনার সেই সমস্যার সমাধানো আছে আমাদের কাছে। প্রফাইলি তৈরি করতে সহায়তার জন্য দেখুনঃ Upwork
Freelancer এ তুলনা-মূলক ভাবে কাজ পাওয়া সহজ। এখানে কাজ পেতে হলে আপনার প্রফাইলটি ১০০% করার কোন প্রয়োজন নেই। ১০০% না করেও আপনি কাজ করতে পারবেন। নতুন দের জন্য Freelancer এ আবেদন করা এবং কাজ পাওয়া অনেক সহজ। Freelancer এ প্রফাইলি বানানো এবং আবেদন করে দ্রুত কাজ পাওয়ার কৌশল যানতে আমাদের গ্রুপ এর টিউন টা দেখুন।
অন্যান্য কর্ম ক্ষেত্রের মত Guru ও একটি যা আপনাকে সুযোগ করে দিচ্ছে অনলায়িনে কাজ করার। বিস্তারিত যানতেঃ
শুধু তাইনয় আপনি কি সুন্দর ফটো এডিট করতে পারে? নিশ্চয় ফেসবুকের সবিগুলো সুন্দর না হলে উপ্লোড দেননা। তবে কেন কাজের জন্য দুশ্চিন্তা করছেন ফটো এডিট করে ও উপারর্জন করুণ অর্থ। কোথায় থেকে করবেন ভাবছেন? আপনি UPwork.com, Freelancer.com কিংবা Guru.com থেকে পেতে পারেন এই কাজের সুযোগ।
আপনি লেখা-লিখিতে পটু ভাবছেন কাজ পাবেন কিভাবে? তবে হয়েযান কনটেন অথবা আর্টিকেল রাইটার। মটা অংকের টাকা উপার্জন করতে পারবেন লেখা-লিখি করে।
উপরের কোন কাজেই আপনি দক্ষনন চিন্তার কোন বিষয় নেই আপনার দক্ষতা অনুযায়ী সাজিয়ে নিন আপনার প্রফাইলটি আর আপনার দক্ষতাকে অর্থ উপার্জনের পথ হিসেবে বেছেনিন আজি।
আশাকরি এই পষ্টটি পরে আপনি উপকৃত হয়েছেন, ধন্যবাদ।
সময় হলে আমাদের Facebook পেজ থেকে গুরে আসবেন।
আমি তাইয়্যেবা সামসী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক সুন্দর লিখেছেন, তারপরেও অনেকেই এর জন্য পাগল। তারা সব কিছু বাদ দিয়ে সরকারি চাকরির প্রস্তুতি গ্রহন করে।