টেকটিউনস এর সকল ভাইরা আশা করি সবাই ভাল আছেন। সবার জন্য আমি সু-সাস্থ্যই কামনা করি।
আর কথা বাড়িয়ে লাভ নেই, কাজের কথায় আসি।আপনারা হইতো সকলেই শুনেছেন ও দেখেছেন যে, অনলাইনে ফ্রি গিফট এর কথা। আসলে আমি সঠিক তা জানি না।কিন্তু আমি এই টেকটিউনস এর অনেক টিউন দেখেই এই সাইট এ যোগ হই। সেই সুত্র ধরে ১ মাস কাজ করে আসতেছি, আমি অনেক শ্রম দিয়ে ফ্রেন্ট ইনভাইট করে আসতেছি। তাই আজ হঠাৎ মনে হল যে, আমার এই শ্রম গুলু আসলে বি-ফলে যাবে নাকি? তাই টেকটিউনস এর সকল ভাইদের কাছে জানতে চাই আসলেই কি এই সাইট টা Orginal না Fake সাইট ?
আশা করি সবার কাছে সাহায্য পাবো এটাই আশা করি।আশা করি সবার কাছে সাহায্য পাবো এটাই আশা করি।আশা করি সবার কাছে সাহায্য পাবো এটাই আশা করি।আশা করি সবার কাছে সাহায্য পাবো এটাই আশা করি।আশা করি সবার কাছে সাহায্য পাবো
আমি ধরনী রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm a student and online woking.
Faltu site