সকল ফ্রিল্যান্সার ভাই দের সাহায্য চাই।

  আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশাকরি  আপনারা সবাই আল্লাহ্‌ রহমতে ভালো আছেন। কিন্তু আমি ভালো নাই।

আমি আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করতে চাই আমি আশা করি আপনারা আমার টিউন টি পড়বেন এবং আমাকে সাহায্য করবেন।

ভাই আমি বাংলা লিখতে পারি না তাই আমার অনেক বানান ভুল হবে কিছু মনে করবেন না।

আমার একজন সাধারণ ফ্যামিলি সাধারণ ছেলে, আমি গত ৭/৮ বছর ধরে ইন্টারনেট ঘাটাঘাটি তো আমি মাজে মাজে শুনতাম ইন্টারনেট থেকে ভালো ক্যারিয়ার গড়া যায়। তো ভাবলাম আমি কি কিছু করি দেখি আমাকে দিয়ে কিছু হয় কিনা। তো চিন্তা শুরু করলাম যে কি করা যায় কি কাজ করব। তো আমার এক ফ্রেন্ডস আমাকে ওয়েব ডিজাইন শিখার কথা বলে। আমি শুরু করি গুগল ঘাটাঘাটি কিন্তু ভাই সত্যি বলছি যখন আমি প্রোগ্রামিং দেখলাম আমার গলা শুখাইয়া মাথা খারাপ হয়ে গেলো যে এইগুলো কি কি ভাবে করবো আমি তো মাথা মুণ্ডু কিছু ধরতে পারিনা, কি করি চিন্তা করলাম আমাকে দিয়ে ওয়েব কাজ হবেনা তাহলে কি করা যায়, তো আমি যানতাম যে গ্রাফিক ডিজাইন ভালো দাম আছে, আবার শুরু হল ঘাটাঘাটি কিছু টিউটোরিয়াল নামালাম এবং তা ফলো করতে লাগলাম কিছু কাজ শিখলাম, তক্ষণ ভাবলাম যে আমাকে দিয়ে কিছু হবে, কিন্তু কিছু হলনা আউটসোর্সিং সাইট কাজের বিট করতে করতে আমি যা শিখেছিলাম তা ভুলে গেলাম। আমি তক্ষণ খুবি হতাশ হয়ে পরলাম, কিছু দিন পর আমার মাথার ভিতরে ব্লগিং এবং seo নিয়ে কাজ করার ইচ্ছা হল, শুরু হল seo নিয়ে পথ চলা শিখলাম অন পেজ seo শিখলাম নিজের একটা ব্লগ ওপেন করলাম কিন্তু কিছু বুঝিনা কি ভাবে কি করব ব্লগ টেমপ্লাটে দেখে তো আমি অজ্ঞান হয়ে যাবো মনে হয় এই গুলা কি?, এইবারও আমি হতাশ আমি কি করি আমাকে দিয়ে কি হবে, এর ভিতরে দেশে ঢুকে পড়লো dolancer, সেখানে ২ টা ID নিয়ে কাজ করলাম প্রতি সপ্তাহে আমাকে ২০০০ টাকা করে তুলতাম। সালা এইটাও ভেগে গেলো আমি আবার হতাশ হয়ে পড়লাম ভাবলাম যে এর কিছু করব না IT সেক্টরে আমার কিছু হবে না বাদ দিলাম সব কিছু। প্রায় ২ বছর কিছু করলাম না তারপর ২০১২ সালে আবার মাথা পোকা কামড়াতে লাগলো কি করি চিন্তা করলাম আবার নতুন করে শুরু করি দেখি কি হয়। কিছু দিন গুগল ঘাটাঘাটি করে এইচটিএমএল আর সিএসএস কিছু টিউটরিয়াল  নামালাম। ভিডিও দেখে কিছু বুঝলাম না, আমার তো কোড দেখলেই মাথা খারাপ হরে যায় তো কি করি চিন্তা আর চিন্তা কিছু ভালো লাগেনা ফটকরে মাথায় একটা বুদ্ধি এলো যে ভিডিও তে যা করছে আমিও সেইটায় করে দেখি কি হয়, তো দেখলাম যে কাজ হচ্ছে আমি তো মহা খুশি আমাকে আর পায় কে, কিন্তু খুশি বেশি দিন থাকলো না, আমি শুধু সেটাই করতে পারতাম যেটা ভিডিও তে করা ছিল এইদিকে আমার কোডিং ভালো লেগে গেছে কি করি। তো  ভাবলাম কাজ যদি শিখি তো ওয়েব ডিজাইন কাজ শিখবো না হলে শিখবো না। শুরু হল কাজ শেখা আমি টিউটরিয়াল নামাই আর দেখে দেখে সেই টাই করি যেটা ভিডিও তে সে ভাই করত। এই  ভাবে প্রায় ৬ মাস কেটে গেলো এখন আমি অনেকটাই কাজ পারি কিন্তু আমাকে আর কিছু করা লাগবে আর advance কাজ শিখতে হবে। শুরু করলাম ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম এখানে আমার প্রায় ১ বছর লাগে গেলো শিখতে। আমি এখন psd to html html to wordpress theme development responcive designe সব কাজ পারি, তো এখন কাজ করার সময় কথায় কাজ করা যায় আমার পছন্দ ছিল elance তো ওখানে  আমি ID খুলি এবং বিট করা শুরু করি মটামটি ১ মাস বিট করার পরে কাজ পেলাম কাজটি ছিল garmani, hourly, 1 hour ১০ ডলারে কাজটি আমি  করে দিলাম এবং তাকে বললাম আপনার কাজটি কি ঠিক ওকে সে বলল ওকে ঠিক আছে, আচ্ছা এখন তো আমাকে টাকা দেয়ার সময় এখন সে বলছে আমি আপনাকে টাকা দিব ৭ দিন পর, আমি বললাম কেন  সে বলল আমি এই ভাবে টাকা দিয়ে থাকি। ওকে আমি তো নতুন তেমন কিছু বুঝিনা ভাবলাম যে দিয়ে দিবে। পরে দেখি আমাকে স্ক্যপে থেকে রিমুভ করে দিছে তার দেয়া FTP USER AND PASSWORD পরিবর্তন করছে এমনকি তার elance account নাই হয়ে গেছে, ভালো আমি তো একেবারে মহা খুশি। যাক পরে আবারো কাজ পেলাম সেই বায়ার সাথে ৩ রাত ধরে শুধু কথা হয় আর তার কথা মত আমি কাজ করি কিন্তু সে বায়ার বলে যে তমার কাজ আমার পছন্দ হইছে তুমি এখানে একটু এইটা করে দাও ওখানে একটু ওইটা করে দাও, সালা যদি আমার সামনে থাকতো তাহলে আমি ওকে যে কি করতাম। এই সালাও কাজ করে নিয়ে আর খবর নাই। এই রকম আমার লাইফ অনেক কাহিনী ঘটেছে। এখন আমার মাথা হেম্রেজ হয়ে গেছে আমি কি করব কিভাবে করব কিছু বুঝতে পারছি না আমি গত ৬ মাস ধরে আর বিট বা কোন কিছু করছিনা। আমি আপনাদের কাছে সাহায্য চাই আমাকে কোন বুদ্ধি দিন আমি কি ভাবে আমার শুরু করব কতা থেকে শুরু করব কি ভাবে শুরু করলে ভালো হবে, আমি আশা করি আপনারা আমাকে একটু সাহায্য করবেন। ভাই আমার মাথার চুল পাকে গেলো এইগুলা করতে করতে কিন্তু কিছু করতে পারছিনা। আমার অবস্থা এখন এই টিউনের thumbnail মত মাথায় হাত দিয়ে বছে আছি।

ভাই আমি যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন।

Level 0

আমি manik69। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bhai apni perei ei obosta. ami je kichui pari na. ta hole amader ki hobe? porasona ekhun vhalo kore korbo vhai. apnar tune ta proyo te rekhe dilam

vi apni lage thaken, hoye jabe,hotash hoyen na, apni bid chere diye vul karecen, bid karen, vi ami 4 years dhare online a kj kari,ami jotodur jani hourly kj a kono protarona hoy na thanks