KICKASSTORRENTS এ ফাইল আপলোডের ব্যাপারে সাহায্য করুন।

 এ ফাইল আপলোডের ব্যাপারে সাহায্য করুন।

প্রিয় টিউনার বন্ধুরা,

আমি একটি ছোটখাটো সমস্যায় পরেছি। কিছুদিন আগে একটি টরেন্ট সাইটে সাইনআপ করেছি। উদ্দেশ্য হচ্ছে আমার সংগ্রহে থাকা  কিছু ইসলাম সম্পরি্ত ফাইল অনলাইনে ছেড়ে দেওয়া যাতে করে অন্যরা সেটা শেয়ার করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে টরেন্ট সাইটে ফাইল আপলোডের সঠিক বা বেঠিক কোন নিয়মই আমার জানা নেই। আমি যেটা করেছি তা হলো দিয়ে আমার কাঙ্খিত ফাইলকে টরেন্ট ফাইল বানিয়েছি। অতপর আমি KICKASSTORRENTS এ গিয়ে আপলোড বাটনে ক্লিক করে আপলোড দিয়েছি। কিন্তু আমার কেন জানি মনে হলো ঠিকমতো আপলোড হয় নি, কেননা আমার ফাইল সাইজ 30-35 মেগাবাইট এবং খুব দ্রুতই আপলোড হয়েছে বলে দেখা যাচ্ছে। এত দ্রুত তো আপলোড হবার কথা নয়। আমার উপলোডকৃত ফাইলের একটি নমুনা লিংক দিলাম। অভিজ্ঞরা দেখুনতো ঠিক আছে কিনা।  ফাইলটি দেখুন

আরও একটি বিষয় লক্ষ্য করলাম U Torrent দিয়ে টরেন্ট ফাইল বানাতে গেলে লেখা আসে। এই seeding টাই বা কি।

“বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার নফসের হিসাব নেয় (আত্ম-সমালোচনা করে)এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আর দুর্বল ঐ ব্যক্তি যে নিজেকে কুপ্রবৃত্তির গোলাম বানায়, আবার আল্লাহর কাছে প্রত্যাশাও করে।”

[ইমাম তিরমিযি এ হাদিস বর্ণনা করেছেন এবং একে হাসান অ্যাখ্যা দিয়েছেন]

# রিয়াদুস সলিহীন: ৬৬

"শক্তিশালী মু’মিন আল্লাহর নিকট দুর্বল মু’মিনের চেয়ে বেশি ভালো ও বেশি প্রিয়। আর প্রত্যেকের মধ্যেই কল্যাণ রয়েছে। যা তোমার জন্য উপকারী তার প্রতি লোভ কর এবং আল্লাহর কাছে সাহায্য চাও, দুর্বল হয়ো না। যদি তোমার কোন বিপদ আসে তবে এ কথা বলো না যে, যদি আমি এরূপ করতাম তাহলে ঐরূপ হতো। বরং এ কথা বলো যে, আল্লাহ তাকদীরে এটাই রেখেছেন এবং তিনি যা চান তাই করেন। কেননা, ‘যদি’ শব্দটি শয়তানের কাজের দরজা খুলে দেয়।" [মুসলিম]

# রিয়াদুস সলিহীন : ১০০

যদি কেউ আন্তরিকভাবে সাধ্যমত সাহায্য করেন, তবে আমার উপকার হতো। আল্লাহ যেন আপনাদের সহায় হোন। আমিন।

Level 0

আমি মাহবুব শেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস