অপেরা মোবাইল ১০এ কিভাবে টেকটিউনস দেখা যায়

সবাইকে ঈদের শুভেচ্ছা।

ঈদ মোবারক।

অপেরা মিনিতে টেকটিউনস দেখা যায় কিন্তু অপেরা মোবাইল ১০এ দেখা যায়না। অপেরা মোবাইল ১০এ কিভাবে টেকটিউনস দেখা যায় কারো জানা থাকলে জানাবেন।

------------------------------------------------------------------------------------------

মানুষ যখন বিপদে পড়ে তখন একটি শব্দই বলে, HELP. কিন্তু টেকটিউনস এ বিপদে পড়লে ৪০টি শব্দ বলতে হয়, তাই এই লাইনটি লিখলাম।

Level 0

আমি মোস্তফা আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A man. Who have no identity.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

about:config a kaj hoy na?

    আমি বাংলা দেখতে পারছিনা। আপেরা মিনিতে about:configএ যেয়ে সেটিংস্‌ চেন্জ করলে বাংলা দেখা যায়। কিন্তু আপেরা মোবাইলে কোন সেটিংস্‌ চেন্জ করতে হবে তা বুঝতে পারছিনা।

৪০ টা শব্দ বলতে হয়। কেননা, আমাদের যারা প্রোফেশনাল না তাদের অনেক কিছু শুনতে হয়। যেমন আমি আপনার সমস্যাটা এখনো ধরতে পারি নাই। আপনি কি সাইট টা খুলতেই পারতেছেন না। নাকি বাংলা দেখছেন না। যদি খুলতে না পারেন তাহলে আপনাকে কি মেসেজ দেখাচ্ছে। একটু পরিস্কার করে বললে ভালো হত।

    আমি বাংলা দেখতে পারছিনা।
    আপেরা মিনিতে about:configএ যেয়ে সেটিংস্‌ চেন্জ করলে বাংলা দেখা যায়।
    কিন্তু আপেরা মোবাইলে কোন সেটিংস্‌ চেন্জ করতে হবে তা বুঝতে পারছিনা।