ESONIC G41Bios Problem, সমাধান চাই !

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন টেকটিউনস কো টিউন করা নেই, এতোদিন আপনাদের সাথে বিভিন্ন টিউন শেয়ার করেছি। আজ আমি একাট সমস্যায় পরেছি আপনারা যারা পারবেন হেল্প কনবেন আশাকরি।

আমার ESONIC G41 মাদারবোর্ড পিসি অন করা সময় নিচের ছবির মত আসে:

এবং F1 চাপলে পিসি অন হয়। প্রতিবার F1 চাপা বিরক্তিকর তাই আপনাদের সাহায্য কামনা করছি।

এর থেকে বেশি কিছু আর কি বলব, কিন্তু টেকটিউনস এর নীতিমালাতে আছে কমপক্ষে ২০০ শব্দের মধ্যে টিইন করতে হবে তাই লিখতে বাধ্য হলাম।

কেহ মারা গেলে তার ফেসবুক অ্যাকাউন্টের মালিক কে হবে ?

 

মৃত্যুর পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মালিক কে হবে তা ঠিক করে যেতে পারবেন এখন থেকে। গতকাল বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষ ‘লিগাসি কন্টাক্ট’ নামের একটি ফিচার উন্মুক্ত করায় এসুবিধা পা্ওয়া যাবে।

বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে ‘লিগাসি কন্টাক্ট’ ফিচারটি ব্যবহার করা যাচ্ছে তবে পরবর্তীতে সব ফেসবুক ব্যবহারকারীরা এই সুবিধা পেতে পারেন। এই ফিচারটি ব্যবহার করে উত্তরাধিকারী নির্বাচন করে রাখলে ফেসবুক ব্যবহারকারীর মৃত্যুর পর ওই অ্যাকাউন্টের মালিকানা পাবেন তিনি। মনোনীত ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার বা সচল রাখার সিদ্ধান্ত নিতে পারবেন। তবে মনোনীত ব্যক্তি ফেসবুক ব্যবহারকারীর পূর্বের প্রকাশিত কোনো টিউন পরিবর্তন করা বা পুরোনো বার্তাগুলো আর দেখতে পারবেন না।

উত্তরাধিকার সূত্রে পাওয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রোফাইলের ছবি ও কভারের ছবি হালনাগাদ করা যাবে, নতুন বন্ধুর আমন্ত্রণ গ্রহণ করা যাবে এবং টিউন লেখা যাবে। ছবি ও টিউন আর্কাইভ থেকে তা ডাউনলোড ও তথ্য বিনিময় করা যাবে।

এই ফিচারটি সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, যখন কোনো মানুষ পৃথিবী ছেড়ে যান তাঁর অ্যাকাউন্টটিই যাপিত জীবন, বন্ধুত্ব ও অভিজ্ঞতার স্মরণীকা হয়ে থাকে। প্রিয়জন হারানো মানুষের সঙ্গে আমরা আলোচনা করে বুঝেছি তাঁদের ওই কষ্টকর অবস্থায় আমরা আরও খানিকটা পাশে থাকতে পারি এবং অ্যাকাউন্টের মালিকানা বুঝিয়ে দিতে পারি যাতে তাঁরাই অ্যাকাউন্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
লিগাসি কন্টাক্ট ব্যবহার করতে সেটিংস থেকে সিকিউরিটিতে যেতে হবে এবং সেখানে সবার নিচে এই ফিচারটি পাওয়া যাবে।

Level 0

আমি আশরাফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "আশরাফুল ইসলাম"। আমি বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস