ফেইসবুকে সবচেয়ে এক্টিভ গ্রুপগুলার মধ্যে DSD এবং DSE খুবিই জন প্রিয়। হঠাত একদিন ভাবলাম Desperately Seeking Tech নিয়ে কোন গ্রুপ নাই কেন ?
পরে সাদমান ভাই একটা গ্রুপ খুললেন। আমাকে এডমিন বানালেন।
আমি জানি টেক রিলেটেড হেল্পি করার জন্য অনেক গ্রুপ আছে।আমাদের গ্রুপের চেয়েও অনেক বড় হতে পারে কিন্তু আমাদের মত ডেডিকেটেড গ্রুপ হয়ত পাবেন না !
এডমিন যারাই আছেন, মেম্বার যারাই আছেন সবাই একে অপরকে হেল্প করার জন্য খুবি ডেডিকেটেড।
পার্সনাল্লি আমি আমার কথা বলি। আমি খুব অল্পই জানি, যা জানি তা সেয়ার করার ট্রাই করি। এই গ্রপে এড হওয়ার পর আমি নিজে কত কিছু যে শিখেছি !, আল্লাহ ভাল জানেন। এমনও হয়েছে, বিষয়টা আমার জানা নাই আমি গুগল করে আগে নিজে শিখে তাঁর পর হেল্প করেছি ! এরকম অনেকেই আছেন।
২য় কথা আমাদের গ্রুপে এক্সপার্ট যারা আছেন তাঁরা সবাই একেক বিষয়ের উপর এক্সপার্ট S0, আপনার কাক্ষিত বিষয়ে জিজ্ঞেস করতে চিন্তা করতে হয় না। আমাদের ডেসক্রিপশনে সবার নাম আছে, কে কোন বিষয়ে এক্সপার্ট। আপনিও যদি মনে করেন আপনি এই বিষয়ে এক্সপার্ট, এবং হেল্প করার মানসিকতা আছে, তাহলে আমাদের জানান। আমরা আপনাকে গ্রুপের ডেসক্রিপশনে এড করে দেব উল্লেখিত বিষয় মেনশন করে।
আমাদের এই গতিশীল জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে টেকনোলজি।কিন্তু আজকেও দুঃখের সাথে বলতে হয় খুব কম মানুষই আছে যারা টেকনোলজি নিয়ে বুঝে অথবা অনেকে আছে বুঝেও কিছু শেয়ার করার সুযোগ পায়না।যারা শেয়ার করতে চান তাদের জন্যই এই গ্রুপ।নিজেদের মাথায় যত ধরনের জটিল চিন্তা আর যত ধরনের সলিউশন আছে বিভিন্ন সমস্যার,শেয়ার করুন আমাদের সাথে!!!আবার আপনার সময় তো আমরা আছিই।এর মানেই তো "Desperately Seeking" তাই না?তবে সব কিছু যেমন নিয়মের আওতায়,আমরাও কিছু নিয়মের আওতায়।
এছাড়াও অ্যাডমিন পক্ষ থেকেও আপনাদের জন্য কিছু কথা ঃ-
১/যেকোনো ধরনের টেকনোলজি অথবা প্রোগ্রামিং জটিলতা সম্পর্কিত প্রশ্ন
২/কোন অ্যাপ্লিকেশান খোঁজার ব্যাপারে প্রশ্ন
৩/যেকোনো ধরনের মোবাইল নিয়ে প্রশ্ন
৪/এছাড়াও নেটওয়ার্ক,ব্লগিং,ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন
৫/অ্যাডমিনদের যেকোনো ভুল ডিসিশনের বিরুদ্ধে আপনাদের কথা বলার শতভাগ অধিকার দেওয়া হয়েছে।তবে তা যেন ঝগড়া,তর্ক,গালি গালাজে না চলে যায়।
৬/সাহায্য করুন,সাহায্য পান।
৭/সরাসরি কোন ওয়েবসাইট দিয়ে বলবেন না এই সাইটে উত্তর আছে।অবশ্যই আপনাকে বিশ্লেষণ সহ টিউমেন্ট করতে হবে (এই নিয়ম,গুগল,ইউটিউব,উইকিপেডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়)
৮/হ্যাকিং শিখা বিষয়ক কথা বলা নিষেধ।
সর্বশেষে সারমর্ম হিসেবে বলবো, চলুন মিলে মিশে কাজ করি যেন আসলেই কোন "Desperately Seeking" মানুষকে আমরা সাহায্য করতে পারি,ওতেই আমাদের গ্রুপের আসল সফলতা!
আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I don't have anything extra ordinary to share with you.
খুবই সুন্দর একটা টিউন। পড়ে অনেক ভাল লাগল ।