ইসলামিক ব্লগের জন্য ওয়ার্ডপ্রেস থিম প্রয়োজন!

আসসালামুয়ালাইকুম,

আজ একটি ইসলামিক ব্লগ তৈ্রী করলাম। ব্লগটি ওয়ার্ডপ্রেসে করা। ব্লগটির এড্রেস হলঃ
http://islaminsidetheheart.com/blog
এখন মূল কথা হল, এই সাইটটির জন্য আমার একটি সুন্দর ওয়ারডপ্রেস থিম দরকার, ভালো থিম আমি খুজে পাচ্ছিনা, আপনারা যদি কেউ সাহায্য করতে পারেন তবে আমার জন্য ভালো হত। কেউ যদি ভালো থিম তৈ্রী করতে পারেন তবে নিচের সাইটটির মত থিম তৈ্রী করে দিতে পারলে আমি তারজন্য পারিশ্রমিক দিতে রাজি আছি। সাইটটিঃ
http://www.quranclub.net/

যদিও সাইটটি ব্লগারে করা তবুও কেউ যদি এরকম ওয়ারডপ্রেস থিম দিতে পারেন তবে অনুগ্রহ করে কমেন্টে জানাবেন।

আর যদি উপরের সাইটটির মত বানাতে বা খুজে দিতে না পারেন তবে আমাকে এমন একটি ব্লগ খুজে দিন যার বৈশিষ্ট্য নিচে বিদ্যমানঃ
১.আরটিকেল লেখার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে।
২.লেখার রঙ http://www.quranclub.net/ এই সাইটের মত বা কালো হতে হবে।
৩.লিঙ্কের রঙ http://www.quranclub.net/ এই সাইটের মত বা নীল হতে হবে।
৪.খুব সহজে যাতে লোড হয় এমন সাইট হতে পারে

ধন্যবাদ।

Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই থিসিস ব্যাবহার করবেন নাকি? আমার সাথে যোগাযোগ করুন ফেজবুকে ([email protected]) না হলে ইমেলে ([email protected]) ।
জিন্নাত উল হাসান ভাই এর ব্লগ থিসিস দিয়ে তৈরি।

    হুম ব্যবহার করা যেতে পারেন। ফেসবুকে রিকোয়েস্ট দিচ্ছি, (মিউজিকম্যান মিউজিক)

    ভাই কাস্টমাইজড আমি করবো না, আপনি?

    আমার এই ব্যাপারে বিন্দু মাত্র ধারণাও নেই। 🙁

থিমটা তো বাইরে থেকে খুবই সিম্পল দেখা যায়। ভিতরে কি আছে জানিনা।
আমি ব্যক্তিগতভাবে ফ্রী থিমের ভক্ত। বেশী দূরে না খুজে http://wordpress.org/extend/themes/ খুজে দেখুন। আশা করি পেয়ে যাবেন।

    ও আরেকটা কথা, http://ibabar.com এই থিমটা দেখতে পারেন। কালার কাস্টমাইজ করা কোন ব্যাপার না।

    হ্যা বাংলা আর ইংলিশ দু’টোই ভাল, তবে আমি http://www.quranclub.net/ এটার মত চাচ্ছি।

    এটাও তো সাদা কালোর মধ্যেই আছে।

এখানে দেখুন পেয়ে যাবেন আসা করি। এই টিউনে হাজার খানেক থিম শেয়ার করা আছে। একটু খুজে নিবেন। ধন্যবাদ

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/37308/
আনলিমিটেড অরিজিনাল DVD মুভি+৫০টি FTPসাইট+৫০টি জেনুইন সিরিয়াল(Windows,Office,আরো কিছু)+১০০টি ফ্রি SMSসাইট+শতশত ওয়ার্ডপ্রেসের Premium থিম

সহজে থিম তৈরী নিয়ে আমার একটি টিউন আছে সেটা দেখলে নিজেই বানাতে পারবেন।

    দেখেছি শাকিল ভাই। ট্রায় করে দেখি পারি কিনা।

এই সাইট টা দেখেন- http://www.themuslimblogger.com/2010/02/5-islamic-wordpress-themes-templates-for-muslim-blogs/

এই রকম Google এ search করলে আরও পাবেন।
একটু Edit করলেই আপনার ইচছা মত হয়ে যাবে,কারন আপনি যেই ডিজাইন চাইছেন সেটা খুব সাধারণ।

আশা করি পারবেন।