একটু সাহায্য দরকার। এক্সপার্টরা সাহায্য করেন।

আসসালামুয়ালাইকুম। সবাই  কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। কিন্তু আমি ভাল নেই।

গত কয়েকদিন ধরে সব বাংলা ব্লগ সাইটএ গকান. কম এর ব্যাপারে খুব প্রচারনা চলতেছে। তাই ভাবলাম একটা account খুলে নেই।

তাই গত ৭ দিন আগে গকান.কম এ আমি একটা account খুলেছি। প্রতিদিন login করি daily point collect করি আবার প্রতিদিন mission পুরা করি (ভোট দেই)। এভাবে গত ৭ দিনে আমি ১৫ GN Earn করেসি কিন্তু কিছু Order করতে পারছি না কেন?

আবার কিছু Order করার পরে সেই জিনিশটা আমি হাতে পাব কিভাবে?

এক্সপার্টরা একটু সাহায্য করেন। খুব প্রয়জন।

আসসালামুয়ালাইকুম। সবাই  কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। কিন্তু আমি ভাল নেই।

গত কয়েকদিন ধরে সব বাংলা ব্লগ সাইটএ গকান. কম এর ব্যাপারে খুব প্রচারনা চলতেছে। তাই ভাবলাম একটা account খুলে নেই।

তাই গত ৭ দিন আগে গকান.কম এ আমি একটা account খুলেছি। প্রতিদিন login করি daily point collect করি আবার প্রতিদিন mission পুরা করি (ভোট দেই)। এভাবে গত ৭ দিনে আমি ১৫ GN Earn করেসি কিন্তু কিছু Order করতে পারছি না কেন?

আবার কিছু Order করার পরে সেই জিনিশটা আমি হাতে পাব কিভাবে?

এক্সপার্টরা একটু সাহায্য করেন। খুব প্রয়জন।

কেউ কিছু মনে করবেন না। কোনো tune করার জন্য ২০০ word এর প্রয়োজন হয়। কিন্তু আমি এই হেল্প tune টির জন্য এত word পাচ্ছিলাম না। তাই কপি করে pest করলাম।

Level 0

আমি মাহিম সাফা আল শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তারা প্রত্যেক মাসের মাঝামাঝি সময়ে একবার করে Restock Alert দেয়। শুধু মাত্র সেই সময়ে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন পর্যাপ্ত পয়েন্ট থাকা সাপেক্ষে। ধন্যবাদ।

কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন এবং Restock Date কি : আপনার কাছে পয়েন্ট থাকলেই আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন না। আপনি এখন অর্ডার করতে চাইলে Prize not available দেখাবে, কারণ গকিয়ানো প্রতি মাসে ১ বার অর্ডার নেয় এবং প্রোডাক্ট অর্ডার নেওয়ার তারিখ অনেক আগেই সাইটে Post এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। আর এটাকে Restock Date বলা হয়। আগামী Restock হবে অক্টোবর মাসে ।

ধরুন আপনি একটি পেনড্রাইভ অর্ডার করতে চান এজন্য আপনাকে ১৫ দিন লগইন করে 30 GN পয়েন্ট কালেক্ট করতে হবে। এভাবে যখন আপনার পয়েন্ট 30 GN হবে তখন আপনাকে Restock Date এর জন্য অপেক্ষা করতে হবে। আর যেই দিন Restock হবে সেই দিন আপনি Kingston DataTraveler 100 G3 16GB USB 3.0 অর্ডার করতে পারবেন।

Restock Date এর সময় যেকোনো প্রোডাক্ট এ ক্লিক করলে অর্ডার ফর্ম পাবেন। যা এখন পাবেন না।

Level 0

Thanks 4 Reply.