আমি MicroWorkers ও Techtunes Post এ নতুন। অনেক কষ্ট করে ১০ ডলার MicroWork এ জমিয়েছি। পিন আবেদন করছি PIN পাঠানোর জন্য । আজ প্রায় ২৬ দিন পার হয়ে গেল তবুও আমি পিন হাতে পাইনি। কেউ সাহায্য করলে উপকৃত হব। আশায় থাকলাম।
আমি ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 196 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Bulbul ভাই আপনাকে ধন্যবাদ। আমি জানতাম পিন কুরিয়ারে আসে। আমার রংপুর এলাকার ডাক পিয়ন খুব অ্যাক্টিভ (অফিসে বসে ঘুমায়) তাই আমাদের অফিস থেকে চিঠি আনতে হয়। Singapore থেকে একবার আমার ভাই printed ছবি পাঠিয়েছিল, তা ৩০ দিন (৫ বার অফিস যাওয়ার পর) পর পেয়েছিলাম। তাও আবার ছেড়া অবস্থায়। এর প্রতিবাদ করাতে পিওন বাসায় এসে শাশিয়ে গেছে। ফলে চিঠি আগের তুলনায় আরও দেরিতে আসে। তাই ডাক বিভাগের উপর বিশ্বাস করতে ভয় হয়।
আরও কয়েকদিন দেখুন। আমার বোধহয় ৪০ দিনের মত লেগেছিল। আর যদি নাই পান তবে নতুনকরে পাঠাতে বলুন।
————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.