লেপটপ সমস্যা আপনাদের পরামর্শ চাই।

আমার Dell Inspiron 15 Laptop এ কয়েকটি সমস্যা দেখা দিয়েছে। আশা করছি। Techtunes bd সকল বন্ধুরা আমাকে সাহায্য করবেনন। সমস্যা গুলো হচ্ছেঃ

১। Keyboard  2, 4, w, f , v, x  কী গুলো মাঝে মধ্যে কাজ করে না। আবার কখনো কখনো অনেকে গুলো f উঠতে থাকে। মাঝে মধ্যে কাজ  করে। এর মধ্যে w কী খুব জোরে চাপতে হয় তাহলে কাজ করে অন্যাথায় অক্ষর লিখে না এবং অন্যান্য কী কিছু কী মনে হচ্ছে সকট। মাঝে মধ্যে কপি পেষ্ট হয় না। তখন সমস্ত কী গুলো জোরে নখ দিয়ে আচর দিনে ঠিক হয়ে যায়।

২।  কম্পিউটার Boot হওয়ার সময় যে কোন একটি কী প্রেস করা লাগে। অন্যথায় OS চালু হয় না। Dell লিখা উঠে থেমে থাকে। BIOS Default setting করেছি কোন কাজ হয়নি।

৩। নেট চালু করলে বা MS EDGE Browser ওপেন করলে বা নেট বন্ধ থাকলেও লেপটপে ডান কোনায় নিচে Video add অটোমেটিক ভেসে উঠে। ক্রস দিয়ে বন্ধ করার পর আবার স্ক্রীনের মাঝে একটি ভেসে উঠে। কন্ট্রোল প্যানেল থেকে সম্ভব্য এড ফাইল ডিলিট করেছি। এবং রেজিষ্ট্রি থেকেও করেছে। কাজ হচ্ছে না। আর এড গলো চায়ানা ভাষার।

৪। আমি অরিজিনাল OS ব্যবহার করি। Winows 8 থেকে  Winows 8.1 এবং এখন  Winows 10 আপডেট করে ব্যবহার করছি। যদি রিফ্রেস / রিসেট করি তবে কি  Winows 8 হয়ে যাবে ? বা Winows 10 এ থাকার জন্য কি ভাবে বেকআপ করব।

সম্ভব হলে সমাধান জানালে উপকৃত হবো।

আর স্কুল মেনেজমেন্ট সফট অফলাইন তৈরি করতে কোন প্রোগ্রামে ভাষা শিখতে হবে ?

এই প্রথম লিখলাম ভুল গুলো ক্ষমা করবেন।

 

 

 

Level 1

আমি তাজুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Keyboard Driver Update koren, Computer > Manage > Device option theke

স্কুলের জন্য বিজয় শিখুন। আর ফন্ট suttonimj

    School management soft শিখার জন্য বিজয় কেন? মিহাজুল হাসান ভাই।।।।।।

১। Keyboard 2, 4, w, f , v, x কী গুলো মাঝে মধ্যে কাজ করে না। আবার কখনো কখনো অনেকে গুলো f উঠতে থাকে। মাঝে মধ্যে কাজ করে। এর মধ্যে w কী খুব জোরে চাপতে হয় তাহলে কাজ করে অন্যাথায় অক্ষর লিখে না এবং অন্যান্য কী কিছু কী মনে হচ্ছে সকট। মাঝে মধ্যে কপি পেষ্ট হয় না। তখন সমস্ত কী গুলো জোরে নখ দিয়ে আচর দিনে ঠিক হয়ে যায়।
ans is keyboard change kora lagbe

২। কম্পিউটার Boot হওয়ার সময় যে কোন একটি কী প্রেস করা লাগে। অন্যথায় OS চালু হয় না। Dell লিখা উঠে থেমে থাকে। BIOS Default setting করেছি কোন কাজ হয়নি।

ans is keyboard change kora lagbe

৩। নেট চালু করলে বা MS EDGE Browser ওপেন করলে বা নেট বন্ধ থাকলেও লেপটপে ডান কোনায় নিচে Video add অটোমেটিক ভেসে উঠে। ক্রস দিয়ে বন্ধ করার পর আবার স্ক্রীনের মাঝে একটি ভেসে উঠে। কন্ট্রোল প্যানেল থেকে সম্ভব্য এড ফাইল ডিলিট করেছি। এবং রেজিষ্ট্রি থেকেও করেছে। কাজ হচ্ছে না। আর এড গলো চায়ানা ভাষার।

ans is keyboard change kora lagbe

ata kono somossa e na.just apnar keybord ta change korte hobe 1500/= taka lagbe j kono center a niye gelei hobe…

    Video ad এর জন্য Keybord চেন্জ করলে কি হবে? এগুলো তো ফ্রি এড এর সমস্যা। আর মাঝে মধ্যে Keyboard 2, 4, w, f , v, x কী গুলো কাজ করে তো?

Keybord চেন্জ করুন। অথবা মেইন Keybord এর লাইন Disconnect করে USB Keybord ব্যাবহার করুন।

Video ad এর জন্য Keybord চেন্জ করলে কি হবে? এগুলো তো ফ্রি এড এর সমস্যা। আর মাঝে মধ্যে Keyboard 2, 4, w, f , v, x কী গুলো কাজ করে তো?

সবাইকে ধন্যবাদ।

School management soft শিখার জন্য বিজয় কেন? মিহাজুল হাসান ভাই।।।।।।

সমস্যা মাথায় পেটে ঔষধ ঢাললে কাজ হবে? আপনার কী বোর্ড শর্ট হয়ে গেছে। কী বোর্ড চেঞ্জ করেন সব ঠিক হয়ে যাবে। সাধারণ সমস্যা বোঝার চেষ্ট করেন্।যখন দেখছেন আপনার বেশ কিছু কী কাজ করছে না। একটা কী বেশি বেশি উঠছে তখন ধরে নিতে হবে আপনার কীবোর্ডের সমস্যা

    Imran ahmed # dell innsprion 15 এর কী বোর্ডে পরিবর্তন কত লাগবে? লেপটপে আলাদা ব্লুতুথ বা ইউএসবি কী বোর্ডের মাধ্যমে হবে কি? কি করতে হবে?

Imran ahmed # dell innsprion 15 এর কী বোর্ডে পরিবর্তন কত লাগবে? লেপটপে আলাদা ব্লুতুথ বা ইউএসবি কী বোর্ডের মাধ্যমে হবে কি? কি করতে হবে।