সহজ উপায়ে ইউটিউবের প্লে লিস্ট বা চ্যানেলের সব ভিডিও ডাউনলোড করুন তাও আবারIDM দিয়ে।
আসসামুওলাইকুম -সবাই কেমন আছেন? প্রথমে টেকটিউন কে ধন্যবাদ।
আমার দ্বিতীয় টিউন তাই ভূল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কথা না বড়িয়ে কাজ শুরু করি। ইজি কাজ ! অনেক বস এহানে আছে তাও জানি।
আমাদের অনেক সময় মুভি গান ও টিউটোরিয়াল এক এক করে নামাতে হয়।
এই সমস্যা থেকে সমাধান পেতে ভিডিও টি দেখতে পারেন।
কিভাবে ইউটিউবের প্লে লিস্ট ও চ্যানেলের সব ভিডিও ডাউনলোড করবে তাও আবার আইডি এম দিয়ে !!! টিউটোরিয়াল -
বাংলা টিউটোরিয়াল
https://www.youtube.com/watch?v=Dt3NrOKbanE
বুজতে সমস্যা হলে টিউমেন্ট করুন।
প্রথম টিউন - অশ্লীল সাইট সহ সকল এড ব্লক করুন। কোন কিছু ডাউনলোড এ হাজারো এড - সমাধান। (নিজের পারসোনালিটি বজায় রাখুন।)
বিনোদন পেতে -ইউটিউব
অশ্লীল সাইট সহ সকল এড ব্লক করুন। কোন কিছু ডাউনলোড এ হাজারো এড - সমাধান। (নিজের পারসোনালিটি বজায় রাখুন।) [KF MEGA TUNE 01]
হাজারো টিউটোরিয়াল মেক করতে চাই আপনাদের জন্য। নিচের পেজে লাইক দিয়ে একটিভ থাকতে পারেন আর টেকটিউন ট আছেই। লাভ ইউ টেকটিউন।
সাতেই থাকুন।অফিসিয়াল পেজ ও ব্লগ
খুব বিজি থাকি তাই টীউন করতে পারি না। তবে টেকটিউনসের জন্য নেক্সট এ অনেক গিফট আসছে।
হাজারো টিউটোরিয়াল মেক করতে চাই আপনাদের জন্য। নিচের পেজে লাইক দিয়ে একটিভ থাকতে পারেন আর টেকটিউন ট আছেই। লাভ ইউ টেকটিউন।
সাতেই থাকুন।অফিসিয়াল পেজ ও ব্লগ
আমি মোঃকামাল হোসেন ফুয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি,খুলনা।