আমার একটা ছোট ওয়েব সাইট আছে কিন্তু সমস্যা হচ্ছে আমার সাইটটা আমার থেকে বেশি ঘুমায় মানে বুঝতেইতো পারছেন হোস্টিংটা খারাপ পরছে। এখন মুল কথা হচ্ছে একটা সমাধান পাইছি কিন্তু সেটা কেমনে কাজে লাগাব বুঝতেছিনা। আমরা যখন হোস্টিং কিনি তখন আমাদেরকে name server দেওয়া হয় দুইটা সেটাই ব্যবহার করি। কিন্তু অনেক গুলা সাইট এ দেখলাম name server চার টা ব্যবহার করে।
কিভাবে চারটা name server ব্যবহার করে? আমার ওয়ার্ডপ্রেস সাইট এ কিভাবে করব?
টিটি তে আরেক সমস্যা ২০০ ওয়ার্ড লিখতে হবে। এখন প্রশ্ন একটা ২০০ ওয়ার্ড কেমনে লিখি। তাই আবার কপি করে দিছি। নিছের গুলা দেখার দরকার নাই 😥
আমার একটা ছোট ওয়েব সাইট আছে কিন্তু সমস্যা হচ্ছে আমার সাইটটা আমার থেকে বেশি ঘুমায় মানে বুঝতেইতো পারছেন হোস্টিংটা খারাপ পরছে। এখন মুল কথা হচ্ছে একটা সমাধান পাইছি কিন্তু সেটা কেমনে কাজে লাগাব বুঝতেছিনা। আমরা যখন হোস্টিং কিনি তখন আমাদেরকে name server দেওয়া হয় দুইটা সেটাই ব্যবহার করি। কিন্তু অনেক গুলা সাইট এ দেখলাম name server চার টা ব্যবহার করে। কিভাবে চারটা name server ব্যবহার করে? আমার ওয়ার্ডপ্রেস সাইট এ কিভাবে করব? যদি আলাদা হোস্টিং কিনে করতে হয় কোন সমস্যা নাই করব। আমার একটা ছোট ওয়েব সাইট আছে কিন্তু সমস্যা হচ্ছে আমার সাইটটা আমার থেকে বেশি ঘুমায় মানে বুঝতেইতো পারছেন হোস্টিংটা খারাপ পরছে। এখন মুল কথা হচ্ছে একটা সমাধান পাইছি কিন্তু সেটা কেমনে কাজে লাগাব বুঝতেছিনা। আমরা যখন হোস্টিং কিনি তখন আমাদেরকে name server দেওয়া হয় দুইটা সেটাই ব্যবহার করি। কিন্তু অনেক গুলা সাইট এ দেখলাম name server চার টা ব্যবহার করে। কিভাবে চারটা name server ব্যবহার করে? আমার ওয়ার্ডপ্রেস সাইট এ কিভাবে করব? যদি আলাদা হোস্টিং কিনে করতে হয় কোন সমস্যা নাই করব।
আমি সাহায্য চাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain এর DNS Panel এ ঢুকে নতুন নেম সার্ভার বক্স খুলে এখানে অ্যাড করে দিন।