ওয়েব সাইট এর জন্য একটু সাহায্য দরকার। অভিজ্ঞরা একটু আওয়াজ দেন।

আমার একটা ছোট ওয়েব সাইট আছে কিন্তু সমস্যা হচ্ছে আমার সাইটটা আমার থেকে বেশি ঘুমায় মানে বুঝতেইতো পারছেন হোস্টিংটা খারাপ পরছে। এখন মুল কথা হচ্ছে একটা সমাধান পাইছি কিন্তু সেটা কেমনে কাজে লাগাব বুঝতেছিনা। আমরা যখন হোস্টিং কিনি তখন আমাদেরকে name server দেওয়া হয় দুইটা সেটাই ব্যবহার করি। কিন্তু অনেক গুলা সাইট এ দেখলাম name server চার টা ব্যবহার করে।


কিভাবে চারটা name server ব্যবহার করে? আমার ওয়ার্ডপ্রেস সাইট এ কিভাবে করব?

টিটি তে আরেক সমস্যা ২০০ ওয়ার্ড লিখতে হবে। এখন প্রশ্ন একটা ২০০ ওয়ার্ড কেমনে লিখি। তাই আবার কপি করে দিছি। নিছের গুলা দেখার দরকার নাই 😥

আমার একটা ছোট ওয়েব সাইট আছে কিন্তু সমস্যা হচ্ছে আমার সাইটটা আমার থেকে বেশি ঘুমায় মানে বুঝতেইতো পারছেন হোস্টিংটা খারাপ পরছে। এখন মুল কথা হচ্ছে একটা সমাধান পাইছি কিন্তু সেটা কেমনে কাজে লাগাব বুঝতেছিনা। আমরা যখন হোস্টিং কিনি তখন আমাদেরকে name server দেওয়া হয় দুইটা সেটাই ব্যবহার করি। কিন্তু অনেক গুলা সাইট এ দেখলাম name server চার টা ব্যবহার করে। কিভাবে চারটা name server ব্যবহার করে? আমার ওয়ার্ডপ্রেস সাইট এ কিভাবে করব? যদি আলাদা হোস্টিং কিনে করতে হয় কোন সমস্যা নাই করব। আমার একটা ছোট ওয়েব সাইট আছে কিন্তু সমস্যা হচ্ছে আমার সাইটটা আমার থেকে বেশি ঘুমায় মানে বুঝতেইতো পারছেন হোস্টিংটা খারাপ পরছে। এখন মুল কথা হচ্ছে একটা সমাধান পাইছি কিন্তু সেটা কেমনে কাজে লাগাব বুঝতেছিনা। আমরা যখন হোস্টিং কিনি তখন আমাদেরকে name server দেওয়া হয় দুইটা সেটাই ব্যবহার করি। কিন্তু অনেক গুলা সাইট এ দেখলাম name server চার টা ব্যবহার করে। কিভাবে চারটা name server ব্যবহার করে? আমার ওয়ার্ডপ্রেস সাইট এ কিভাবে করব? যদি আলাদা হোস্টিং কিনে করতে হয় কোন সমস্যা নাই করব।

Level 0

আমি সাহায্য চাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Domain এর DNS Panel এ ঢুকে নতুন নেম সার্ভার বক্স খুলে এখানে অ্যাড করে দিন।

    Level 0

    আচ্ছা দুইটা হোস্টিং দিয়া কি একটা সাইট চালান যাবে। মানে একটা ব্যাকআপ না দিতে পারলে আরেকটা ব্যাকআপ দিবে।

এখানে Name Server ২ বা ৪ টা কোন প্রব্লেম না, আপনি যেই হোস্টিং এ আছেন সেটি Change করে ভালো কনো হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং কিনুন।

    Level 0

    আচ্ছা দুইটা হোস্টিং দিয়া কি একটা সাইট চালান যাবে। মানে একটা ব্যাকআপ না দিতে পারলে আরেকটা ব্যাকআপ দিবে।

    Level 0

    সহজ পেমেন্ট এ ভাল হোস্টিং কি আছে? যেমন Payza/Skrill/bCash

Level 0

আচ্ছা দুইটা হোস্টিং দিয়া কি একটা সাইট চালান যাবে। মানে একটা ব্যাকআপ না দিতে পারলে আরেকটা ব্যাকআপ দিবে।

ধন্যবাদ।আসলে নেম সার্ভার ৪ টা থাকলেই যে সাইট স্মুথ গতিতে চলবে এমন কোন কথা নাই। এখানে আপনার সাইট সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। যেমন: যদি আপনার সাইটে পার ভিজিটর পার ডে ১০০০ হয়, সাইটটি ব্লগ জাতীয় হয়ে থাকে সেখানে শেয়ার্ড হোস্টিং ব্যবহার করতে সমস্যা নাই। এর বেশী হলে কিংবা সাইট ডাউনলোড জাতীয় হলে ক্লাউড হোস্ট ব্যবহার করতে হবে। এটা মূলত নির্ভর করে হোস্টিং প্রভাইডারের সার্ভিসের উপর। তাদের সার্ভার কনফিগারেশন যদি ভাল মানের না হয় কিংবা শেয়ার্ড জাতীয় সার্ভার থাকলে উক্ত সমস্যা হওয়াটা স্বাভাবিক। তবে দেশে বিদেশী অধিকাংশই হোস্ট প্রভাইডার ২ টি নেম সার্ভার করে দেন। বিশ্ব খ্যাত হোস্ট গেটর, ব্লু হোস্ট, হোস্ট পাপা প্রভৃতি প্রতিষ্ঠান কিন্তু ক্লায়েন্টদের ২ টি সেম সার্ভার ইনক্লুয়েড করে থাকে। তবে হ্যা আপনার সাইট ডিটেকশনের ক্ষেত্রে বিশেষত ডেডিকেটেড সার্ভার ব্যবহারের সময় একাধিক নেইম সার্ভার যুক্ত হতে পারে। পরিশেষে হোস্ট প্রভাইডারের সার্ভিস নিয়ে অসন্তুষ্ট থাকলে অন্য কোন সার্ভিস প্রভাইডার চুজ করতে পারেন। তারাই আপনার যাবতীয় ফাইল পূর্বের হোস্ট হইতে বর্তমান হোস্টে মাইগ্রেশনে সাহায্য করবে ফ্রিভাবে।

নেম সার্ভার ২ টা আর ৪ টা কোন সমস্য না। আপনি ২টা দিয়ে সন্দর চালাতে পারবেন। আপনার সাইট হোস্টি খারাফ হয়েছে। কি রকম তা কিন্তু বলেন নি। ব্যাকআপ ৪টা যা দিবে ২টা তাই দিবে এইনিয়ে চিন্তা করার প্রয়োজন নাই। ব্যাকআপ দিবে sql এখানে নেম সার্ভার কোন সমস্য মনে করি না। তবে যদি নতুন হয়ে থাকেন তাহলে বলব আপনি আপনার সাইটে আইপি চ্যাক করা শুরু করুন। দেখবেন স্পীড পাবেন। অনেক বুট/ আইপি আছে এগুলো আপনার জন্য ক্ষতি কর। এগুলো ইউনিক ভিসিটর নয়। এগুলো ব্লক করুন। আর পাড়লে সাবডোমইন ব্যবহার স্কীপ্ট গুলো এবং ইমেজ গুলো রিডাইল করুন । না পাড়লে কোল্ড স্টের ডুকে যান।

নেইম সার্ভার চারটার বা দুইটা কোন রিজন না , প্রোভাইডার যদি দুইটা দিয়ে থাকবে তবে তাই ইউজ করেন , ওয়েব সাইট ঘুমালে প্রোভাইডার এর সাথে যোগাযোগ করুন ।