আসসালামুয়ালাইকুম, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের কাছে আমার একটা সমস্যা নিয়ে হাজির হয়েছি। আমি আমি ডোমেইন ও হোস্টিং নিতে চাই কিন্তু সেটা payza বা bkash দিয়ে। কিন্তু অনলাইনে যেসব ad দেখছি তাতেও ট্রাই করছি। কিন্তু মনের মত হয় নি। কিন্তু সবথেকে বড় সমস্যা হল সেগুলা সব পেপাল দিয়ে। এমন কি টেক্টীউন্স এ যে হোস্টিং এর অ্যাড তাতে ফর্ম ফিল আপ করতে গিয়েও দেখি তারা যে সব পেমেন্ট এর অপ্সহন রাখছে তাতে দেখি শুধু পেপার আমার চেনা। বাকিগুল্লার নাম চিনি না।আমি অনেক চেস্টা করেও পে পাল খুলতে পারিনি। আর মাস্টার কার্ড থাক্লেও ৩০$ দিয়ে একটীভ করা লাগে বলে করি নাই। শুধু পেজা ভেরিফাইট আছে আর বিকাশ তো আছেই।
সব সমস্যা একসাথে নিচে দিলাম।
১। পেয়যা বা বিকাশ দিয়ে কিভাবে ডোমেইন আর হোস্টীং কিনবো মানে কোথায় থেকে কেনা যায়?
২ আমি কি ব্লগস্পট সাইট এ এই ডোমেইন যুক্ত করতে পারবো?
৩। ব্লগার সাইট এ যুক্ত হলেও কি হোস্টিং কিনতে হবে?
৪। ব্লগার সাইট দিয়ে যদি কেউ সাইট বানায় চালাইতেছেন তাহলে লিঙ্ক দিয়েন আমি ভিসিট করবো
উপরের সমস্যাগুলতে আছি। প্লিস কেউ বলেন কি করব। আর কেউ কোন লিঙ্ক দিলেও দিতে পারেন। আগে কেউ টিউন করে থাকলে তার টিউন ও দিয়েন। আশা করি টেক্টীউন্স এর মত বিশাল সাইট থেক এতটুকু সাপর্ট আমি পাব। ধন্যবাদ। উওত্তরের অপেক্ষায় থাকলাম।
আমি নুসরাত জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apni https://www.mylighthost.com thke dekte paren . ar oder kase phone kore jante paren friend er moto . oder contact number oder site e paben ar live chat support ase .