ইউটিউব অ্যাডসেন্স(youtube adsense) এবং রিভিনিউহিটস (Revenuehits) ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষন করছি
আসসালামু আলাইকুম, ভাই। একটু সমস্যায় অাছি। আমার সমস্যা স্কিন শর্টে দিলাম। দেখেই বলুন আমার সমস্যাটা কোথায়। দয়া করে উত্তরটা দিলে খুব উপকৃত হব এবং কৃতজ্ঞা থাকবো।
১ম সমস্যা হলো আমার ইউটিউব চ্যানেলে এডসেন্স ইনপ্রুভ হয়েছে অনেক দিন হলো। ভিউ হয়েছে মোটামুটি ভালই। কিন্তু আয়তো ১ সেন্টও হয় না বা দেখায় না। কারণ কি?
২য় সমস্যা হলো প্রায় এক মাসের অধিক সময় ধরে আমি Revenuehits (রিভিনিউহিটস) ব্যবহার করছি। আমার সাইটে ডেইলি ভিজিটর প্রায় ১ হাজার আপ-ডাইন। কিন্তু আয় হচ্ছে না।
উপরোক্ত বিষয়গুলোর সমস্যা যদি আপনাদের সঠিক ও তথ্যবহুল কারণ গুলো জানাবেন বলে আশা করছি। জানালে উপকৃত হব। ধন্যবাদ, দোয়া রাখবেন।
৩য়: প্রেজ সিটিআর (CTR) এবং ইসিপিএম (eCPM) কি? এটা কিভাবে কাউন্ট করে জানালে খুশি হব।
আমার ইউটিউব চ্যানেল: youtube channel
ওয়েবসাইট সাইট Pabna Barta, ফেসবুক পেজ- facebooke
ইমেইল:- [email protected], স্কাইপ:- shamsul.cse
মোবাইল- ০১৭৪৫৪৫২৫৭৪
আমার টিউন এর বিষয়বস্তু ছোট তাই টিউনটি প্রকাশের জন্য একটি কবিতা শেয়ার করলাম।
গত রাতে
গত রাতে আমি ঘুমাইনি
বসে বসে দেখিছি চাঁদের হাসি
তাঁরাদের মেলা,
বসেই ছিলাম জানালার পাশে
একটুও ঘুমাইনি।
আমি শুনেছি পুরানো দিনের গান
হারিয়ে গিয়েছিলাম গানের মাঝে
মনে হচ্ছিল,
কোন পরিচিত একজন
আমায় গান শুনাচ্ছে।
তবে কে সে?
এখনো জানা হয়নি।
গত রাতে আমার একটু ঘুম হয়নি।
গত রাতে,
মনের ডানা মেলে উড়েছি
দেশ হতে দেশান্তর,
তবে কোথাও কারো দেখা পাইনি।
পরিশেষে আমি শূন্য হাতেই ফিরেছি।
আমি জেগে ছিলাম
গত রাত, তার আগের রাত
তারও আগের রাত
তবে তা কাউকে বলা হয়নি।
গত রাতে আমি একটুও ঘুমাইনি।
আমি শামসুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vi apni ki mentonize koresen?