কদিন আগে আমি ফোনে একটি কাস্টম রম ইন্সটল করেছিলাম, তারপর IMEI ডিলিট হয়ে গেছে। এখন অনেক চেষ্টা করেও আর ঠিক করতে পারছিনা। এখন আর ফোনে কোনো সিমকার্ড সাপোর্ট করছে না... 🙁
ফোনঃ Symphony w69Q
অবস্থাঃ Rooted
রিকোভারিঃ cwm
বিস্তারিত বিবরনঃ
১। কাস্টম রম দেয়ার আগে অরিজিনাল রমের ব্যাকআপ নিয়েছিলাম, সেটা রিস্টোর করেও দেখেছি কিন্তু IMEI ঠিক হয়নি।
২। MobileUncle tools দিয়ে IMEI ব্যাকআপ নিয়েছিলাম কিন্তু সেটা রিস্টোর করলেও কিছু হচ্ছে না। আগের মতই IMEI নাই হয়ে থাকছে।
৩। Engineere mode থেকে AT Command দিলে কমান্ড নিচ্ছেনা, Not allowed is user... bla bla এরকম কিছু একটা বলছে।
AT Command দেয়ার আরেক অপশনে গেলে config file নাই বা এমন কিছু বলছে।
৪। পিসি থেকে IMEI.bak তৈরি করে Mobileuncle দিয়ে রিস্টোর করে দেখেছি, কাজ হয়নি।
৫। আরেকটা সিস্টেম পেয়েছিলাম এরকমঃ পিসিতে কমান্ড প্রোমোট দিয়ে IMEI ওয়ালা একটা .zip ফাইল ক্রিয়েট করে রিকোভারি মুড থেকে ফ্লাশ করা, এটাও দেখেছি কাজ হয়নি।
৬। mtk droid tools দিয়ে বেশ কয়েকবার চেষ্টা করলাম, একবার 12345678987654 এরকম একটা IMEI দেখিয়ে বললো হয়ে গেছে। একবার রিস্টার্ট দিয়ে দেখলাম হয়নি, পরে রিস্টোর ফ্যাক্টরি দিলাম তবুও হয়নি।
আর কি কি করার আছে? এটা কিভাবে ঠিক করতে পারি?
আর আরেকটা ব্যাপার হচ্ছে ফোনের ওয়্যারেন্টি এখনো প্রায় ৯ মাস বাকি আছে, যদি আমি এখন কাস্টমার কেয়ারে নিয়ে যাই, আর সেখানে যাওয়ার পর কাস্টম রম দেয়ার কথা শুনলে তারা কি ওয়্যারেন্টি বাতিল করে দিবে?
কেউ অনুগ্রহ পুর্বক ব্যাপারটি জানাবেন?
আমি almahmud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a student, i am from Rajshahi