আমার Symphony W68 Soft Bricked হয়ে গেছে… দয়া করে এক্সপার্ট রা সাহায্য করুন।

আসসালামু আলাইকুম।

দয়া করে এই টিউনটি একবার হলেও পরবেন প্লিজ।

আমি খুব একটি সমস্যায় পরে আপনাদের কাছে সাহায্য  আশা করছি। আমার সমস্যা টা হচ্ছে আমার Symphony W68 ফোনটি Soft Bricked হয়ে গেছে। আসলে প্রথমে আমার ফোনে ভাইরাস এটাক্ করেছিল। ভাইরাস এটাক করার পর থেকে আমার ফোন টি আর রেস্টোর নেই না, তারপর আমি মনে করলাম আমি আমার ফোনে Stock Rom দিলে ঠিক হয়ে যাবে,(আমি এর আগে আমার Symphony W70, Walton E2 এ Stock Rom দিয়েছিলাম) তারপর আমি একটি Stock Rom Google Drive থেকে ডাউনলোড দিলাম কিন্তু সেটা Extract করতে গিয়ে দেখাচ্ছিল যে this system.img file is broken! এরকম একটি লেখা দেখাচ্ছিল, তারপর আমি 4Shared থেকে আবার আরেকটি ডাউনলোড দিলাম এবং আমার ফোনে SP Flash Tools দিয়ে Rom দিলাম। ঠিক ভাবেই Rom টি Install হয়েছিল আমার ফোনে। একটি কথা বলে রাখি যে, আমি যেই Rom টি দিলাম সেটিতে "USER Data.img" and "Cache File.img" ছিলোনা। ফ্ল্যাশ টি দেওয়ার পরে আমার ফোন টি ওপেন করতে গিয়ে দেখি যে আমার ফোনে কোন Boot animation, Recovery Mode, And Battery Charging Animation হচ্ছে না। শুধু একটি সিম্পনির লোগো স্থির হয়ে থাকছে, এখন কি করি বুঝতেছি না। তাই সাহায্য চাই আপনাদের কাছে। যদি কারো কাছে পরিক্ষিত স্টক রম থাকে তবে শেয়ার করার অনুরোধ রইলো...।।

সকলের সাহায্য কামনা করছি।

অগ্রিম ধন্যবাদ!!!

Level 0

আমি মিরাজ খন্দকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 263 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আজ খুব দুঃখ পেলাম।কারন এতদিন আমি জানতাম আমার জন্ম তারিখ ১২ ই ডিসেম্বর। কিন্তু আজ জানতে পারলাম যে সেটা হবে ৩ ই ডিসেম্বর।so........ i am very sad now........................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস